This Article is From Mar 15, 2019

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের টিম যাবে অসম-ত্রিপুরা-মণিপুরেও

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের টিম। এ রাজ্যের পাশাপাশি ভোট প্রস্তুতি  খতিয়ে দেখতে  অসম, ত্রিপুরা এবং  মণিপুরেও যাবে কমিশনের এই বিশেষ দল।

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের টিম যাবে অসম-ত্রিপুরা-মণিপুরেও

 লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে আসছে  কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা:

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের টিম। এ রাজ্যের পাশাপাশি ভোট ( Lok Sabha Election ) প্রস্তুতি  খতিয়ে দেখতে  অসম, ত্রিপুরা এবং  মণিপুরেও যাবে কমিশনের এই বিশেষ দল। নেতৃত্বে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কাল  থেকে এই সফর শুরু হতে পারে বলে মনে  করা হচ্ছে। ভোট এবং তার সঙ্গে  জড়িত সমস্ত  বিষয় খতিয়ে দেখতেই আসছে  কমিশনের উচ্চ পর্যায়ের টিম। এই  সিদ্ধান্ত  হয় বৃহস্পতিবার বেশি রাতের দিকে। ঠিক একদিন আগে বিজেপির তরফে দাবি  করা হয় পশ্চিমবঙ্গকে সুপার সেন্সেটিভ রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নির্মলা সীতারামণ থেকে  শুরু করে বিজেপি নেতারা কমিশনের কাছে এই দাবি পেশ করেছেন। তাঁদের দাবি পশ্চিমবঙ্গের সমস্ত ভোটেই সন্ত্রাস হয়। তাই এখানে  সুষ্ঠু ভাবে ভোট করতে গেলে এই তকমা দেওয়া খুব জরুরি। এই বক্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। প্রতিক্রিয়া দিয়েছেন দলনেত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ও।

এদিকে  লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে আসছে  কেন্দ্রীয় বাহিনী। আজকের মধ্যেই রাজ্যে অন্তত দশ কোম্পানি  আধা সামরিক বাহিনী এসে  পৌছবে বলে  খবর। ভোটারদের মধ্যে  মুক্ত এবং  অবাধ নির্বাচনের ব্যাপারে  বিশ্বাস তৈরি করতে  রাজ্যের বিভিন্ন জেলায়  বিএসএফ জওয়ানদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, বিএসএফ জওয়ানরা এলাকায় রুট মার্চ করার কাজ করবেন। অতীতে গোলমাল হয়েছে এমন জায়গাতেই  বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে   )

.