This Article is From Jan 30, 2020

"এবার পোশাক দেখে চিনুন", জামিয়ার গুলি-কাণ্ডের পর প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ Asaduddin Owaisi -র

জামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Millia University) চত্বরে বন্দুকধারী যুবকের তাণ্ডব। "এই নে আজাদি" বলতে বলতে রামভক্ত গোপাল নামে ওই যুবক গুলি ছুঁড়তে শুরু করে বৃহস্পতিবার।

পুলিসি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বন্দুক উঁচিয়ে এভাবে এগিয়ে আসে ওই বন্দুকধারী। একে কটাক্ষ করে টুইট করেন আসাউদ্দিন ওয়েসি।

হাইলাইটস

  • জামিয়ার গুলি-কাণ্ডের পর প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আসাউদ্দিন ওয়েসি
  • "এবার পোশাক দেখে চিনুন", কটাক্ষ হায়দরাবাদের সাংসদের
  • কটাক্ষ করে টুইট করেছেন মেহবুবা মুফতিও
নয়াদিল্লি:

জামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Millia University) চত্বরে বন্দুকধারী যুবকের তাণ্ডব। "এই নে আজাদি" বলতে বলতে রামভক্ত গোপাল নামে ওই যুবক গুলি ছুঁড়তে শুরু করে বৃহস্পতিবার। সে সময় কয়েকজন পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সিএএ-বিরোধী (citizenship law) প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। সেই গুলি লাগে এক পড়ুয়ার হাতে। চিকিৎসাধীন জখম ওই যুবক। এবার সেই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ ছুঁড়লেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)। "এবার পোশাক দেখে চিনুন," এমন মন্তব্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন ওই সাংসদ। সম্প্রতি ঝাড়খণ্ডে এক জনসভায় জামিয়া মিলিয়া-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে চলা সিএএ- বিরোধী প্রতিবাদকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেছিলেন নাগরিক আন্দোলনকেও। "পোশাক দেখে চেনা যাচ্ছে, কারা হিংসা ছড়াচ্ছেন।" এমন মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদি। তাঁর সেই মন্তব্যকে এদিন পাল্টা বিঁধলেন আসাউদ্দিন ওয়েসি।তিনি বলেছেন, এবার আপনি সহজেই পোশাক দেখে বের করতে পারবেন, কারা হিংসা ছড়ায়। 

Jamia-র প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি, স্লোগান উঠল "এই নে আজাদি"

একাধিক টুইট করে এআইএমআইএম-এর ওই সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও কটাক্ষ করেছেন। সম্প্রতি তাঁর জনসভায় "আপত্তিকর স্লোগান" তোলা হয়েছে, এই অভিযোগে আগামী ৭২ ঘণ্টা ওই কেন্দ্রীয় মন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।তিনি টুইটে বলেছেন, অনুরাগ ঠাকুর ও অন্য বিজেপি নেতারা, দেশজুড়ে এত ঘৃণা ছড়িয়েছেন, যে একজন আততায়ী পড়ুয়াদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

Thanks to @ianuragthakur & all the 9 PM nationalists who have created so much hatred in this country that a terrorist shoots a student while cops watch

Hi @PMOIndia identify him by his clothes https://t.co/GfrWpBUgGF pic.twitter.com/BwBtrfdukP

— Asaduddin Owaisi (@asadowaisi) January 30, 2020

ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সিএএ-বিরোধী নাগরিক আন্দোলনকে, "কংগ্রেসের উস্কানি" বলে মন্তব্য করেছিলেন। "আপনি সহজেই পোশাক দেখে ধরতে পারবেন, কারা হিংসা ছড়াচ্ছে।" এমন দাবিও করেছিলেন নরেন্দ্র মোদি। এদিকে সোশাল সাইটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, ওই বন্দুকবাজ রামভক্ত গোপাল একটা কালো জ্যাকেট আর সাদা ট্রাউজার পরে বন্দুক উঁচিয়ে এগিয়ে আসছেন। তাঁর পিছনে দাঁড়িয়ে পুলিশ। রামভক্তের মুখে স্লোগান, "এই নে তোদের আজাদি।" এই ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়ুয়ারা মিছিলের আয়োজন করছিলেন। জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত সিএএ-বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন প্রতিবাদীরা। সেই সময় ঘটে এই গুলি চালনার ঘটনা।

জামিয়ায় প্রতিবাদীদের দিকে গুলি চালানোর আগে ফেসবুকে লাইভ অভিযুক্তর

ওয়েসির পাশাপাশি জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই ঘটনার নিন্দা করেছেন। মহাত্মা গান্ধির মৃত্যুদিনে এমন ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ওই নেত্রী লেখেন, "ভারতের গনতন্ত্র থেকে গুন্ডাতন্ত্রে রূপান্তরের বৃত্ত সম্পূর্ণ।" যদিও মেহবুবা মুফতির টুইটার অ্যাকাউন্ট তাঁর মেয়ে ইলতিজা মুফতি দেখভাল করেন। 

As we remember Gandhiji on the sombre occasion of his death anniversary, India's transition from democracy to a mobocracy seems complete. https://t.co/yu1I6Qwe2Z

— Mehbooba Mufti (@MehboobaMufti) January 30, 2020

সিএএ, সরকারি তরফে মত, তিন পড়শি মুসলিম রাষ্ট্র থেকে ভারতের শরণে আসা সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। কাড়া হবে না কারও নাগরিকত্ব। কিন্তু বিরোধী শিবির বলছে, এটা মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক ও সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।  

.