This Article is From Jul 18, 2020

জুলাইয়ের ১৯-২১ তারিখ পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি রেড অ্যালার্ট

West Bengal: এই প্রবল বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে, এর আগে গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের কারণে মোট ৯৬ জন মারা যায় রাজ্যে

জুলাইয়ের ১৯-২১ তারিখ পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি রেড অ্যালার্ট

Rain Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ জুলাই থেকে বর্ষা হিমালয়ের পাদদেশের দিক থেকে উত্তরের দিকে অগ্রসর হবে

হাইলাইটস

  • আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা
  • এই পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর
  • পশ্চিমবঙ্গের জন্যে রেড অ্যালার্টও জারি করেছে তারা
নয়া দিল্লি:

পশ্চিমবঙ্গের (West Bengal) জন্যে আশঙ্কার কথা শুনিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তাদের (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে উত্তর ও উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয়, শুক্রবারই পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয় এই ৩ রাজ্যকে সতর্ক করে দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে তারা। পাশাপাশি আগামী ১৯-২০ তারিখের জন্যে অরুণাচল প্রদেশে লাল সতর্কতা এবং ২১ জুলাইয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এই পূর্বাভাসের কারণে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে অসম। কারণ এমনিতেই কিছুদিনে আগে হওয়া প্রবল বৃষ্টিতে সেরাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৩৩ টি জেলার মধ্যে ২৭ টি জেলার ৩৯.৮ লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আবার আবহাওয়া দফতরের জারি নতুন সতর্কতায় প্রমাদ গুণছে তারা।

২৪ ঘণ্টায় ৩৪,৮৮৪ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলল, মোট আক্রান্ত ১০.৩৮ লক্ষ

এমনিতেই গত ২০ মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান একেবারে তছনছ করে দিয়ে যায় পশ্চিমবঙ্গকে। ওই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ৩ জেলা। রাজ্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট ৯৬ জন মারা যান ওই প্রাকৃতিক দুর্যোগে।

বাড়ছে করোনা আতঙ্ক, কমছে সুস্থতার সংখ্যা, রাজ্যে নতুন করে আক্রান্ত ১,৮৯৪

আবহাওয়া দফতর জানিয়েছে, উপ-হিমালয় অঞ্চলের রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, তাই বড়সড় ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে।

গত কয়েকদিন ধরেই রাজ্যের আকাশের মুখ ভার। বেশিরভাগ সময়েই মেঘলা ও কখনও কখনও বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গেছে। পশ্চিমবঙ্গে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। তারমধ্যে আবার এই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.