This Article is From Sep 26, 2018

হায়দরাবাদের রাস্তায় খুন যুবক, দাঁড়িয়ে দেখল পুলিশ!

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছ ঘটনাস্থলে তিন জন পুলিশ কর্মী  ছিলেন। কিন্তু তাঁদের ভূমিকা দর্শকের অধিক নয়!

প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে  কুপিয়ে  খুন করল দুজন

Hyderabad:

হায়দরাবাদের রাজেন্দ্র নগরে  প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে  কুপিয়ে  খুন করল দুজন। আশাপাশে তখন অনেকে দাঁড়িয়ে রয়েছে। আছে পুলিশও। কিন্তু তবু  বাঁচল না প্রাণ। মৃত ব্যক্তির নাম রমেশ। গত বছর ডিসেম্বর মাসে এক যুবক খুন হয়। সেই ঘটনায় অভিযুক্ত রমেশ।

আর তাই ওই যুবকের বাবা এবং কাকা রমেশকে খুন করল বলে মনে করা হচ্ছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছ ঘটনাস্থলে তিন জন পুলিশ কর্মী  ছিলেন। কিন্তু তাঁদের ভূমিকা দর্শকের অধিক নয়! আরও দেখা গেল পুলিশের একটি  গাড়ি ঘটনাস্থলের পাশ দিয়ে চলে গেল। কিন্তু থামল না!

ঘটনা প্রসঙ্গে সাইবারবাদ থানার পুলিশ অফিসার প্রকাশ রেড্ডি জানিয়েছেন, তিন পুলিশ কর্মীর মধ্যে দুজন লাঠি আনতে গিয়েছিলেন। কিন্তু তাঁরা ফিরে আসার আগেই সব শেষ হয়ে যায়। একই ভাবে পাশ দিয়ে চলে  যাওয়া পুলিশের গাড়ি প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন ওই পুলিশ অফিসার। তিনি বলেন গাড়িটি চলে যায়নি। কিছুটা দূরে গিয়ে  থেমেছে। মাঝ রাস্তায় থামলে যানজট হত। তাই দূরে গিয়ে থেমেছে।

.