This Article is From May 04, 2020

ভারতে প্রথম হানা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’-র! অসমে মৃত ২,৫০০ শূকর

অতুল বোরা বলেন, ‘‘এই অসুখে মৃত্যুহার প্রায় একশো শতাংশ। তাই আমরা কিছু কৌশল নিয়েছি এই ভাইরাসে সংক্রমিত না হওয়া শূকরদের বাঁচাতে।’’

ভারতে প্রথম হানা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’-র! অসমে মৃত ২,৫০০ শূকর

এই অসুখে মৃত্যুহার প্রায় একশো শতাংশ বলে জানা গিয়েছে।

গুয়াহাটি:

রবিবার অসম (Assam) সরকার জানিয়েছে রাজ্যে প্রথমবার ধরা পড়েছে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু' (African Swine Flu )। এর প্রকোপে এরই মধ্যে ৩০৬টি গ্রামের ২,৫০০টি শূকরের (Pigs) মৃত্যু হয়েছে। এই ভয়ানক ছোঁয়াচে অসুখের প্রকোপ কমাতে উদ্যোগী অসম সরকার। কেন্দ্রের তরফে অগ্রসর হতে বললেও এখনই শূতর হত্যা না করে বিকল্প পদ্ধতিতে এই রোগের ছড়িয়ে পড়া আটকানোর কথা ভাবছে তারা। এক সাংবাদিক সম্মেলনে অসমের পশুপালন ও পশুমন্ত্রী অতুল বোরা এমনটাই জানিয়েছেন। তিনি এও জানান, এই অসুখের সঙ্গে কোভিড-১৯-এর কোনও যোগ নেই। তিনি বলেন, ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস'-এর তরফে জানানো হয়েছে এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু'। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে দেশে এই প্রথম এর সংক্রমণ দেখা গেল। ওই দফতরের ২০১৯-এর গণনা অনুযায়ী শূকরের সংখ্যা ২১ লক্ষ। কিন্তু এই সময়ের মধ্যে তা বেড়ে গিয়ে ৩০ লক্ষ ছাড়িয়েছে।

অতুল বোরা বলেন, ‘‘আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি যদি শূকরদের হত্যা না করে অন্য কোনও উপায়ে তাদের বাঁচানো যায়। এই অসুখে শূকরদের মৃত্যুহার প্রায় একশো শতাংশ। তাই আমরা কিছু কৌশল নিয়েছি এই ভাইরাসে সংক্রমিত না হওয়া শূকরদের বাঁচাতে।''

পরিযায়ী শ্রমিকদের যাবতীয় ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস! কেন্দ্রকে আক্রমণ করে ঘোষণা সোনিয়া গান্ধির

তিনি বলেন, সংক্রমিত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর কেবল সংক্রমিত শূকরগুলিকেই হত্যা করা হবে। তিনি জানান, তাঁরা এখনই শূকরদের হত্যা করা থেকে বিরত থাকতে চাইছেন। আপাতত পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করা হচ্ছে, যেন শূকরদের অন্য রাজ্যে পাঠানোর ব্যাপারে তারা বিরত থাকে।

"কবে মুক্তি করোনা থেকে প্রভু?"ভক্তের প্রশ্নে কী অভয়বাণী দিলেন রাম ?

অতুল বোরা বলছেন, ‘‘এই ভাইরাস শূকরের মাংস, লালা, রক্ত ও কোষ থেকে ছড়ায়। তাই জেলা থেকে জেলায়  শূকরের সরবরাহ বন্ধ। আমরা এও দেখছি রাজ্য থেকে অন্যত্র যে শূকর পাঠানো হয়েছে, তাদের নিয়ে কী করা যায়।''

এই অসুখ কি শূকর থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে? এর উত্তরে তিনি জানাচ্ছেন, ‘‘এটা মানুষকে প্রভাবিত করে না। যেখানে সংক্রমণ নেই, সেখানকার শূকরের মাংস খাওয়ায় কোনও সমস্যা নেই। আমরা কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই উপলক্ষে ১৩টি জেলাকে আমরা বেছে নিয়েছি।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.