This Article is From Jan 18, 2020

Delhi Assembly Elections 2020: ২০ দিনে ৫০০০ পদযাত্রা, দিল্লি নির্বাচনের জন্য বড় পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি

Delhi Assembly Elections 2020: ফেব্রুয়ারির বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে ৫ হাজার পদযাত্রা করবে বিজেপি।দলের এক সূত্র এই তথ্য দিয়েছে এনডিটিভিকে

Delhi Assembly Elections 2020: ২০ দিনে ৫০০০ পদযাত্রা, দিল্লি নির্বাচনের জন্য বড় পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি

Delhi Assembly Elections: বিজেপির আশা গতবারের ব্যর্থতা ভুলে এবার তারা আপকে হারাতে পারবে ।

হাইলাইটস

  • ২০ দিনে ৫০০০ পদযাত্রা, 'দিল্লি দখলে' অন্য পরিকল্পনা বিজেপির
  • ২০০ কর্মী-সমর্থক নিয়ে হবে প্রতিটি পদযাত্রা, এমনই নির্দেশ
  • জানা গেছে, প্রধানমন্ত্রীকে ১০ টি পদযাত্রা করতে অনুরোধ করা হয়েছে
নয়াদিল্লি:

ফেব্রুয়ারির বিধানসভা ভোটের (Delhi Assembly Elections) আগে রাজ্যজুড়ে ২০ দিনে ৫ হাজার পদযাত্রা করবে বিজেপি (BJP)।  দলের এক সূত্র এই তথ্য দিয়েছে এনডিটিভিকে। মূলত সে রাজ্যের শাসক আম আদমি পার্টিকে (AAP) সরাতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যপূরণে এই কর্মসূচি। যে হিসেব বিজেপির তরফে দেওয়া হয়েছে, তা  পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, দিনে চারটি করে পদযাত্রা অর্থাৎ ৭০টি কেন্দ্রের জন্য দিন প্রতি ২৫০টি পদয়াত্রা করতেই হবে। তাহলে ওই সংখ্যায় পৌছনো সম্ভব, দাবি ওয়াকিবহাল মহলের। ওই সূত্র মারফত জানা গেছে ,খুব বেশি দু'শো জন কর্মী সমর্থককে প্রতি মিছিলের অংশ করা যাবে। ছোট পদযাত্রা করে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌছনো যায়, এটাই চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। 

এ বিষয়ে বিজপি সূত্রে আরও খবর, প্রায় ২০০ জন কেন্দ্রীয় নেতৃত্বকে প্রচারের কাজে ব্যবহার করবে গেরুয়া শিবির। কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন প্রচার কর্মসূচিতে। গেরুয়া শিবিরের তরফে দাবি, "১০০ জন নেতার একটা তালিকা তৈরি হচ্ছে। যারা তিন- চারটি ছোট পদযাত্রাকে নেতৃত্ব দেবেন।" জানা গেছে বিজেপির দিল্লি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) অনুরোধ করেছে অন্তত ১০টি পদযাত্রা করতে। যদিও এখনও পর্যন্ত তিনটি পদযাত্রার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

Jammu and Kashmir: উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে, বললেন প্রধানমন্ত্রী মোদি

শুক্রবার বিজেপি প্রথম দফায় ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ আর ১১ ফেব্রুয়ারি গণনা। প্রথম দফার তালিকায় আছেন রোহিণীর প্রার্থী বিজেন্দর গুপ্তা, মডেল টাউনে প্রার্থী প্রাক্তন আপ বিধায়ক কপিল মিশ্র।যদিও নিউ দিল্লিতে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ওই আসনে আপের প্রার্থী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শেষ ২০১৫-র বিধানসভায় ৭০টি-র মধ্যে ৬৭টি আসনেই জিতেছিল আপ। মাত্র তিনটি বিধায়ক নিয়ে খুশি থাকতে হয়েছিল বিজেপিকে। এবার সেই ব্যর্থতা ভুলতে চায় বিজেপি। 

.