This Article is From Apr 03, 2020

মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আর্জি জানায় পুলিশ কর্মী সহ সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হোক মাস্ক ও স্যানিটাইজারের কালোবাজারি রুখতে যেন দ্রুত পদক্ষেপ করা হয়।

মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ আদালতে চলছিল এই সংক্রান্ত মামলার শুনানি।

নয়াদিল্লি:

মাস্ক ও স্যানিটাইজার বিক্রির (Prices Of Masks, Sanitizers) বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হেল্পলাইন চালু করা হবে। শুক্রবার সুপ্রিম কোর্টকে (Supreme Court) এমনটাই জানাল কেন্দ্র। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ আদালতে চলছিল এই সংক্রান্ত মামলা। স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্টিস ফর রাইটস ফাউন্ডেশন' ও অন্য সংস্থাগুলি মাস্ক, স্যানিটাইজার ও লিকুইড সাবানের বিক্রি ও সম বণ্টনের বিষয়ে যে মামলা করেছিল তারই শুনানি ছিল এদিন। 
বিচারপতি এল নাগেশ্বর রাও ও দীপক গুপ্তার বেঞ্চ এর আগে কেন্দ্র ও দিল্লি সরকারের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছিল জনস্বার্থে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে জানান, কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখছে। এবং তারা হেল্পলাইনও চালু করবে। মাস্ক ও স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ করতেই ওই হেল্পলাইন চালু করা হবে।

হাসপাতাল কর্মীদের সঙ্গে অশালীন ব্যবহার তাবলিগি সদস্যদের, কড়া আইনে শাস্তির সুপারিশ

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে আইনজীবী অমিতকুমার শর্মা আদালতের কাছে আর্জি জানান, মাস্ক ও স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ যেন নিশ্চিত করা হয়।

সংস্থার তরফে দাবি করা হয়, এব্যাপারে পদক্ষেপ করা হলেও তার প্রয়োগ সময়ানুগ ও কার্টকরী হচ্ছে না। করোনা মহামারী রুখতে যা আবশ্যিক।

তারা আরও বলে, পুলিশ কর্মী সহ সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হোক মাস্ক ও স্যানিটাইজারের কালোবাজারি রুখতে যেন দ্রুত পদক্ষেপ করা হয়।

১ এপ্রিল শীর্ষ আদালত মাস্ক ও স্যানিটাইজারের সঠিক ও সমবণ্টনের বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্র ও দিল্লি সরকার কী পদক্ষেপ করেছে তা জানতে চায়।

.