This Article is From Apr 09, 2020

ওয়ানাদে অভিবাসী শ্রমিকদের পাশে স্মৃতি ইরানি! উড়িয়ে দিয়ে ‘প্রোপাগান্ডা’ বললেন কেরলের  মুখ্যমন্ত্রী

পিনারাই বিজয়ন এমন খবরকে উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমরা এ ব্যাপারে খোঁজখবর করার পর দেখেছি ৪১ জন শ্রমিক সেখানে রয়েছে। খাবারের কোনও সঙ্কট ওখানে নেই।’’

ওয়ানাদে অভিবাসী শ্রমিকদের পাশে স্মৃতি ইরানি! উড়িয়ে দিয়ে ‘প্রোপাগান্ডা’ বললেন কেরলের  মুখ্যমন্ত্রী

Coronavirus Cases: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানালেন ওয়ানাদে শ্রমিকরা ভালই আছেন।

হাইলাইটস

  • প্রতিবেদনের দাবি, মালাপ্পুরমে শ্রমিকদের সাহায্য করেছেন স্মৃতি ইরানি
  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তা উড়িয়ে দিয়েছেন
  • তিনি ওই প্রতিবেদনকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেন
তিরুবনন্তপুরম:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সম্পর্কে একটি খবরকে নস্যাৎ করে তাকে ‘প্রোপাগান্ডা' বলে উল্লেখ করলেন। করোনা সঙ্কটের সময় স্মৃতি তাঁর লোকসভা কেন্দ্র অমেঠির যে অভিবাসী শ্রমিকরা ওয়ানাদে আটকে রয়েছেন তাঁদের সাহায্য করছেন—এমনই একটি খবর সোমবার আরএসএস-এর মুখপত্র ‘অর্গানাইজার'-এ প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত, রাহুল গান্ধিকে হারিয়ে অমেঠি কেন্দ্রে জয়ী হয়েছিলেন স্মৃতি ইরানি। রাহুল তাঁর দ্বিতীয় কেন্দ্র ওয়ানাদে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন।

‘অর্গানাইজার'-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্মৃতি ইরানি রাহুল গান্ধির কেন্দ্র ওয়ানাদে আটকে থাকা অমেঠির অভুক্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। সেখানকার মালাপ্পুরমে আটকে থাকা ৩৫ জন শ্রমিককে সহায়তা করেছেন তিনি।

পিনারাই বিজয়ন এমন খবরকে উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমরা এ ব্যাপারে খোঁজখবর করার পর দেখেছি ৪১ জন শ্রমিক সেখানে রয়েছে। পঞ্চায়েত কর্মীরা ২৫টি কিটের ব্যবস্থা করেছেন। ওই শ্রমিকরা নিজেরাই রান্না করে খাচ্ছেন। খাবারের কোনও সঙ্কট ওখানে নেই।''

তিনি আরও বলেন, ‘‘আমরা দেখেছি একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আরএসএস-এর ‘অর্গানাইজার'। জানিয়েছে, স্মৃতি ইরানির সময়ানুগ সাহায্যের ফলে উপকৃত হয়েছেন অমেঠির ওই শ্রমিকরা। একটা জিনিস পরিস্কার করে দিতে চাই। রাজ্যই সমস্ত অভিবাসী শ্রমিক তথা বিপন্ন মানুষকে সাহায্য করছে। এ ব্যাপারে কোনও প্রতিযোগিতা কিংবা প্রোপাগান্ডা কাম্য নয়, যার দ্বারা রাজ্যের প্রচেষ্টা বিঘ্নিত হয়।''

করোনা সঙ্কটে অমেঠি বনাম ওয়ানাদ রাজন‌ীতি শুরু হয়েছে সম্প্রতি। শনিবার একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাহুল গান্ধি অমেঠির জন্য ১২,০০০ স্যানিটাইজার, ২০,০০০ মাস্ক ও ১০,০০০ সাবান পাঠিয়েছেন। পাশাপাশি তিনি গমও পাঠিয়েছেন বলে সেই প্রতিবেদনে দাবি করা হয়। বিজেপির নেতারা এই প্রতিবেদনকে নস্যাৎ করে দিয়েছেন।

.