This Article is From Nov 16, 2018

"আপনার দাদু-ঠাকুমা কি এখানে জলের পাইপ বসিয়েছিল?", রাহুলকে তীব্র আক্রমণ মোদীর

ছত্তিশগড় নির্বাচন নিয়ে দু'পক্ষের বাক্যের লড়াই তীব্র আকার নিল আজ। ছত্তিশগড়ে একটি নির্বাচনী সভা থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করে বসলেন কংগ্রেস তথা রাহুল গান্ধীকে

"কংগ্রেস দীর্ঘ কয়েক দশক ধরে এই দেশকে মিথ্যের অন্ধকারে ডুবিয়ে রেখেছিল", বলেন তিনি।

অম্বিকাপুর, ছত্তিশগড়:

ছত্তিশগড় নির্বাচন নিয়ে দু'পক্ষের বাক্যের লড়াই তীব্র আকার নিল আজ। ছত্তিশগড়ে একটি নির্বাচনী সভা থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করে বসলেন কংগ্রেস তথা রাহুল গান্ধীকে। শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশের শাসনক্ষমতায় থাকলেও দেশের সাধারণ মানুষের উন্নতিসাধনের চেয়েও তাঁরা বেশি করে ভেবেছেন কেবল নেহরু-গান্ধী পরিবারের কথাই, বলেন মোদী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি এই কথাও বলেন যে, বিজেপিকে এখন উনি দুর্নীতি নিয়ে আক্রমণ করছেন প্রতিদিন। কিন্তু ওঁর ঠাকুরদা বা ঠাকুমারা কি ছত্তিশগড়ের উন্নতির জন্য কখনও কিছু করেছেন? ছত্তিশগড়ে একটা জলের পাইপলাইন বসানোতেও কোনওভাবে সাহায্য করেছে কি গান্ধী পরিবার? প্রশ্ন ছোঁড়েন মোদী। "গত ১০০ বছর ধরে আপনারা নিজেরা কেন কিছু করেননি? চারটে প্রজন্ম ধরে আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তবু কিছু করতে পারলেন না? এর উত্তর কে দেবে? একটা জলেই পাইপও বসিয়েছেন? আপনার দাদু-ঠাকুমা'রা কি একটাও জলের পাইপ বসিয়েছেন? আর, রামন সিনহহ ক্ষমতায় এসে সব ধ্বংস করে দিল? আগে আপনারা আমাদের জবাব দিন যে, আপনারা নিজেরা কেন এতদিন এই কাজটা করেননি? তারপর বরং আমাদের জিজ্ঞাসা করতে আসবেন যে আমরা কেন কাজটা করতে পারিনি", অম্বিকাপুরের একটি নির্বাচনী সভা থেকে এই প্রশ্ন তোলেন মোদী।

গান্ধী পরিবারের বাইরের কাউকে অন্তত ৫ বছরের জন্য দলের সভাপতি করুক কংগ্রেস, বলে শতবর্ষ পেরোনো দলটিকে একহাত নেন প্রধানমন্ত্রী।  তাঁর কথায়, জওহরলাল নেহরু যে একটি সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করতেন, সেই দাবিটি যে কতটা ভূয়ো, তা এই ব্যাপারটা থেকেই বোঝা যায়। 

"কংগ্রেস দীর্ঘ কয়েক দশক ধরে এই দেশকে মিথ্যের অন্ধকারে ডুবিয়ে রেখেছিল", বলেন তিনি।

তিনি আরও বলেন, "আসলে কী জানেন, একজন গরীব চা-ওয়ালাই প্রকৃতপক্ষে বুঝতে পারে নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কষ্টটা। যাঁরা ছোটবেলা থেকেই ছুটি পড়লেই বিদেশ চলে যান, তাঁরা ওই ব্যাপারটা কোনওদিনই বুঝতে পারবেন না। কোনওদিন বুঝতেও পারেননি। তার ফল কংগ্রেস আমলে খুব ভালোভাবেই টের পেয়েছে আমাদের গোটা দেশবাসী"।

.