This Article is From Dec 24, 2019

নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলল নেতাজির পরিবারও! টুইট বিজেপি নেতা চন্দ্র বসুর

Citizenship Amendment Act: "ভারতের সমীকরণ করবেন না এবং এই দেশকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করবেন না ...", টুইট করলেন বিজেপি নেতা চন্দ্র কুমার বসু

নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলল নেতাজির পরিবারও! টুইট বিজেপি নেতা চন্দ্র বসুর

West Bengal: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে টুইট করলেন বিজেপি নেতা চন্দ্র কুমার বসু

হাইলাইটস

  • সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার মুখ খুললেন চন্দ্র কুমার বসু
  • দেশের সর্ব-ধর্ম-সমন্বয়ের প্রকৃতির কথা তুলে ধরে টুইট করলেন তিনি
  • সোমবারই নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায় মিছিল করে বিজেপি
কলকাতা:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশ জোড়া বিক্ষোভ, ঠিক সেই সময় এই আইনের (Citizenship Amendment Act) বিষয়ে জনগণকে বোঝাতে সোমবারই কলকাতার রাজপথে বিশাল মিছিল করে বিজেপি। কিন্তু  সেই রেশ কাটার আগেই গেরুয়া দলেরই নেতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose) এবার এই আইন নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ভারত হ'ল এমন একটি দেশ যেখানে "সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত" পরিস্থিতি আছে, এমন লিখেই টুইট করলেন নেতাজির (Subhash Chandra Bose) প্রপৌত্র চন্দ্র কুমার বসু। "যদি # সিএএ ২০১৯ কোনও ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয় তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি ! # মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা যায় না? আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি", টুইট করেন তিনি।

বিভাজনমূলক শাসন সমস্যায় ভুগছে ভারত: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি অন্য একটি টুইটে বলেন, "ভারতের সমীকরণ করবেন না এবং এই দেশকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করবেন না - কারণ এটা এমন একটি দেশ যেখানে সকল ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত পরিবেশ আছে"।

যদিও আইনটি ভারতীয় মুসলিমদের কোনও ক্ষতি করবে না, এই কথা বলে সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে বিজেপি, তবু সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। এই আইনের বিরোধিতায় পথে নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজ্যে এনআরসি এবং নাগরিকত্ব আইন প্রয়োগ হবে না, পশ্চিমবঙ্গ সরকারকে এই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁরা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

জেনে নিন দেশের অন্যান্য খবর, দেখুন এই ভিডিও:

.