
Assembly Election Results 2019: সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে
হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচনের পাশাপাশি আজ ৫১টি বিধানসভা (Assembly Election) এবং ২টি লোকসভা আসনে উপনির্বাচনেরও(By-Elections) ভোটগণনা। ১৮টি রাজ্যে দুদিন আগেই ভোটগ্রহণ হয়। এরমধ্যে প্রায় ৩০টি বিধানসভা আসন রয়েছে বিজেপি অথবা তাদের জোটসঙ্গীর দখলে, ১২টিতে জয়ী কংগ্রেস এবং বাকিগুলিতে আঞ্চলিকদলগুলি জয়ী। দলগুলির কাছে এই উপনির্বাচন সম্মানরক্ষার লড়াই, কারণ, ফলাফলে বিধানসভায় আসনের পাটিগণিতে খুব একটা হেরফের হবে না, বরং দলগুলিকে আরও শক্তি জোগাবে। সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণে ৫৭ শতাংশ ভোট পড়ে। বিজেপি ও তাদের জোটসঙ্গীদের দখলে থাকা রাজ্যগুলির মধ্যে, সর্বোচ্চ ১১টি আসনে গণনা হবে উত্তরপ্রদেশে, গুজরাটে ৬টি, বিহারে ৫টি, অসমে ৪টি, এবং হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি করে আসনে।
মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফল এনসিপির জন্যও গুরুত্বপূর্ণ। তারা কংগ্রেসের জোটসঙ্গী হিসেবে নির্বাচনে লড়েছে। এদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এআইএমআইএম ও বঞ্চিত বহুজন আঘাদির মতো দলের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে হরিয়ানাতেও আঞ্চলিক দলগুলির মধ্যে লড়াই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও জননায়ক জনতা পার্টি। বিএসপিও দুই রাজ্যেই তাদের প্রার্থী দিয়েছে।
এগজিট পোল জানিয়েছে, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটই ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু আসনসংখ্যার তারতম্য হবে।
অধিকাংশ এগজিট পোলই হরিয়ানায় বিজেপির পরিষ্কার জয় দেখছে। তবে একটি এগজিট পোল দুই প্রধান দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে। কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

Election Results 2019 LIVE: লোকসভা উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী
মহারাষ্ট্রের সাতারা লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে পিছিয়ে বিজেপি প্রার্থী উদয়নরাজে ভোঁশলে। তিনি ৪১,২৫৫ ভোটে পিছিয়ে রয়েছেন এনসিপি প্রার্থী শ্রীনিবাস পাতিলের থেকে।
Haryana Assembly Results 2019: বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন
হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতি সুভাষ বারালা পদত্যাগ করলেন। রাজ্যে দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়লেন তিনি। তিনি নিজে তোহানা কেন্দ্রে ১০,৩৮৩ ভোটে পিছিয়ে রয়েছেন জেজেপির দেবেন্দর সিংহ বাবলির কাছে।
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬০-১০০ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা
দুপুর ১টার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬০-১০০ ব্যবধানে।
Haryana Election Results 2019: বিজেপির ভোট ৬ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ
২০১৪ সালে বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল ৬ শতাংশ। এবার তাদের ভোট বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২৮ শতাংশ ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল পেয়েছে মাত্র ৩ শতাংশ ভোট।

Maharashtra Election Result 2019 LIVE: এগিয়ে কোন কোন হেভিওয়েট
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এগিয়ে রয়েছেন ৫,১০৩ ভোটে।
রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল ১০,০৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।
বিজেপির মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল এগিয়ে ২৬, ৭২৪ ভোটে।
এনসিপি নেতা ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এগিয়ে রয়েছেন ৪৯, ৮৫১ ভোটে।
প্রকাশ সিংহ বাদল মধ্যস্থতা করবেন বিজেপি ও দুষ্মন্ত সিংহ চৌতালার মধ্যে: সূত্র
সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় বিজেপির। এই অবস্থায় জেপিপির দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি অকালি দলের প্রকাশ সিংহ বাদলকে অনুরোধ করেছে দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে বিজেপির মধ্যস্থতার ব্যাপারে।
Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোটের থেকে ১৬৪-৯৬ ব্যবধানে এগিয়ে বিজেপি-শিবসেনা
সকাল এগারোটার হিসেব বলছে কংগ্রেস-এনসিপি জোটের থেকে বিজেপি শিবসেনা এগিয়ে গিয়েছে ১৬৪-৯৬ ব্যবধানে। বিজেপি এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। শিবসেনা জোট এগিয়ে ৬৫টি আসনে। এদিকে কংগ্রেস ৪৩ ও এনসিপি ৫৩টি আসনে এগিয়ে।
LIVE Haryana Election Results: পিছিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা
কংগ্রেসের বর্ষীয়ান নেতা রণদীপ সিংহ সূর্যেওয়ালা বিজেপির লীলা রামের থেকে পিছিয়ে গিয়েছেন ২,৪২৩ ভোটে। তিনি জিন্দের উপ নির্বাচনেও হেরেছিলেন এর আগে।
Haryana Election Results Today: মনোহরলাল খাট্টারকে ডাকা হল দিল্লিতে
বিজেপি ডাক পাঠাল মনোহরলাল খাট্টারকে। সূত্রানুসারে, যেহেতু এখনও পর্যন্ত যে ধারা লক্ষণীয়, তাতে বিজেপির সঙ্গে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। এই অবস্থায় দুষ্মন্ত সিংহ চৌতালার সঙ্গে কথা চালাতে টায়। এই পরিস্থিতিতে দুষ্মন্ত সিংহ চৌতালার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।


Haryana Assembly Results 2019: মনোহরলাল খাট্টার এগিয়ে ৪৫৮৮ ভোটে
প্রথম রাউন্ডের গণনা শেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৪৫৮৮ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর কেন্দ্র কার্নাল থেকে।


Haryana Election Results 2019: ''আদমপুরে জয়ী হবে বিজেপি'', বললেন সোনালি ফোগত
হরিয়ানায় আদমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হবে বিজেপিই। আত্মবিশ্বাসের সুরে একথা জানালেন সোনালি ফোগত। টিক টক ভিডিও করে খ্যাতির শীর্ষে পৌঁছন সোনালি। এবার তিনি পেয়েছেন বিজেপির টিকেট। আদমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের বর্ষীযান নেতা কুলদীপ বিশ্নোই। এই বিধানসভা কেন্দ্রের তিন বারের বিধায়ক কুলদীপ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের পুত্র।
সোনালি ফোগত দাবি করেছেন, বিজেপি হরিয়ানায় জয়ী হবে। আর তিনি জয়ী হবেন আদমপুর থেকে। তিনি বলেন, আদমপুরের মানুষ এই বিধানসভা কেন্দ্রের উন্নয়ন চান।
Maharashtra Election Result 2019 LIVE: নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আশিস দেশমুখের
নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি। তবে এবারের বিধানসভায় সেখানেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপি ত্যাগ করা আশিস দেশমুখের।
হরিয়ানা ভোট দিয়েছে পরিবর্তনের জন্য: দুষ্মন্ত চৌতালা
জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালা জানালেন, ''হরিয়ানা বিধানসভার চাবিকাঠি আমাদেরই হাতে। মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে।''
Haryana Election LIVE: কংগ্রেস ও দুষ্মন্ত চৌতালার দল মিলে এগিয়ে ৩৬ আসনে
প্রাথমিক অগ্রগতির পর হরিয়ানায় এবার সামান্য পিছিয়ে পড়ল বিজেপি। কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে ৩০টি আসনে। তারা বিজেপির থেকে মাত্র ১১ আসন দূরে। দুষ্মন্ত চৌতালার জেপিপি এগিয়ে ৯ আসনে।
Maharashtra Election Result 2019 LIVE: এগিয়ে বিজেপি-শিবসেনাই, তবে সামান্য উন্নতি কংগ্রেস-এনসিপির
সকাল সাড়ে ন'টার হিসেব অনুযায়ী, শেষ ১৫ মিনিটে কংগ্রেস-এনসিপি জোট কিছুটা উন্নতি করেছে। এই মুহূর্তে ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফলে বিজেপি-শিবসেনা জোট কংগ্রেস-এনসিপির থেকে এগিয়ে রয়েছে ১৫৭-৮৬ ব্যবধানে।

Maharashtra Election Result 2019 LIVE: কংগ্রেস-এনসিপি জোট হারলে কী ইঙ্গিত মিলবে
কংগ্রেস-এনসিপি জোট যদি শেষ পর্যন্ত মহারাষ্ট্র বিধানমসভা নির্বাচনে জিততে না পারে তাহলে নিঃসন্দেহে তা কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে চলেছে। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে চাইছে দল। এই অবস্থায় বিধানসভায় ভাল করতে না পারলে সেই প্রচেষ্টা আবারও বাধাপ্রাপ্ত হবে। অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি তথা ন্যাশনাল কংগ্রেস পার্টিকেও চিন্তাভাবনা করতে হবে দলের পরিস্থিতি নিয়ে। তাদের বহু নেতা হয় দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন অথবা বহিষ্কৃত হয়েছেন।






LIVE Haryana Election Results: বিজেপি এগিয়ে ২৩টি আসনে
বিজেপি বিপুল লিড নিতে শুরু করেছে গণনা শুরু হওয়ার পরে। কংগ্রেস এগিয়ে ৭টি আসনে।
Haryamna Election Results 2019: বিজেপি এগিয়ে ৮টিতে, কংগ্রেস এগিয়ে ৪টিতে
ভোটগণনা শুরু হল সকাল ৮টায়। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে ৮টিতে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টিতে। দুষ্মন্ত সিংহ চৌটালার পার্টি একটি আসনে এগিয়ে রয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ ৭টি সভা করেন, রাহুল গান্ধি করেন ২টি সভা
হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ দু'জনেই ৭টি করে সভা করেছেন। এদিকে রাহুল গান্ধি হরিয়ানায় মাত্র দু'টি সভা করেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি কোনও সভা করেননি। একটি সভা অবশ্য তাঁর করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জায়গায় সভা করেন রাহুল গান্ধি।
হরিয়ানা ও মহারাষ্ট্র- দুই রাজ্য ছাড়াও সারা দেশে ১৭টি রাজ্যে ৫১টি আসনে নির্বাচন হয়েছে সোমবার। এদিন তারও ভোটগণনা। পাশাপাশি সাতারা ও সমস্তিপুর লোকসভা উপ নির্বাচনেরও ফলপ্রকাশ বৃহস্পতিবার।
লোকসভার দুরন্ত জয়ের পর এই নির্বাচনেও বিজেপিই জয়লাভ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের রাজনৈতিক অগ্রগতি বজায় থাকবে।
লোকসভায় ভরাডুবির পরে এই নির্বাচন কংগ্রেসের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখানে ভাল ফল হয়, তাহলে নিঃসন্দেহে সামগ্রিক ভাবে তা দলের মনোবলে বিরাট প্রভাব ফেলবে।

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা নির্বাচন: মোবাইল ও পিসিতে কীভাবে দেখতে পাবেন ফলাফল
Election Results 2019: অ্যান্ড্রয়েড ও আইওএস সহ সমস্ত মোবাইল প্ল্যাটফর্ম থেকে NDTV অ্যাপের সাহায্যে ভোটের ফলাফলে চোখ রাখতে পারবেন। NDTV অ্যাপের দু'টি সংস্করণ রয়েছে। একটি রেগুলার অন্যটি সদ্য লঞ্চ হওয়া NDTV Lite app।
এছাড়াও NDTV English channel or NDTV Khabar-এ সকাল আটটা থেকে নির্বাচনের ফলাফল জানতে পারবেন।
আপনার টিভিতে NDTV-তে চোখ রাখলেই আপনি জানতে পারবেন ফলাফলের সমস্ত তাৎক্ষণিক আপডেট। জেনে নিন চ্যানেল নম্বর
TATA SKY: 604
DISH: 761
DEN: 368
AIRTEL: 369
HATHWAY: 252
হরিয়ানায় ৯০ আসনের ৬৬টিতেই জিততে পারে বিজেপি
হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরে যে সাতটি এগজিট পোল হয়েছে, তার সম্মিলিত হিসেব বলছে রাজ্যে ৯০টি আসনের মধ্যে ৬৬টিতেই জয়ী হবে বিজেপি। কংগ্রেস ১৪টির বেশি আসন পাবে না। সরকার গড়তে দরকার ৪৬টি আসন। এগজিট পোল মেনে বিজেপিই যদি জয়ী হয়, তাহলে মনোহরলাল খাট্টারই আবারও রাজ্যের মসনদে বসবেন।