This Article is From Jan 12, 2020

বোমাতঙ্কে মাঝ আকাশ থেকে নামল বিমান

কাগজে লেখা ছিল, তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যেকোনও সময়ে সেটি ফাটিয়ে উড়িয়ে দিতে পারে flight I5316-কে

বোমাতঙ্কে মাঝ আকাশ থেকে নামল বিমান

CISF আটক করেছে অভিযুক্তকে

Kolkata:

উড়ানে বোমা নিয়ে উঠেছেন এক মহিলা যাত্রী, খবর জানাজানি হতেই বাকি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝ আকাশ থেকে ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল AirAsia-র বিমান। বিমানটি কলকাতা থেকে মুম্বই পাড়ি জমিয়েছিল। সূত্রের খবর, কিছুটা যাওয়ার পরেই Mohini Mondal নামের বছর পঁচিশের যুবতী এক বিমানকর্মীকে এক টুকরো কাগজ বিমানচালককে পৌঁছে দিতে বলে। সেই কাগজে লেখা ছিল, তার শরীরের সঙ্গে বোমা বাঁধা আছে। যেকোনও সময়ে সেটি ফাটিয়ে উড়িয়ে দিতে পারে flight I5316-কে। এই হুমকি পাওয়ার পরেই জরুরি অবতরণ করেন পাইলট। বিমান মাটি ছুঁতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ হল ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট

খবর, শনিবার রাত ৯.৫৭ মিনিটে প্লেনটি বিমানবন্দর ছাড়ে। বোমাতঙ্কে এক ঘণ্টা পরেই ফের কলকাতার মাটি ছোঁয় সে। জরুরি অবস্থা ঘোষণা করে এরপরেই ATC বিমানটিকে সরিয়ে নিয়ে যায় ফাঁকা জায়গায়। সমস্ত বিমানযাত্রীর হেফাজত নেয় CISF জওয়ানেরা। চিরুনি তল্লাশি চালানো হয় বিমানের ভেতর। দিও বিমানের ভ্তর থেকে কিছুই পাওয়া যায়নি। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত এই ধরনের হুমকি দিয়েছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন।

.