এবার দেখুন ইংল্যান্ডের পুজোর একটা ঝলক। প্রবাসী বাঙালিদের লেইসেস্টার প্রবাসী নামক সংগঠনটি উঠেছিল ১৯৯২ সালে। সেখানকার বাঙালিদের যৌথ উদ্যোগে ১৯৯৬ সাল থেকে দুর্গাপুজো শুরু হয়। এখানে আপনারা দেখতে পাবেন বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। পুজোর কটা দিন সন্ধ্যা বেলায় বাঙালিরা মেতে ওঠেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। সেখানকার সদস্যরাই খাবার তৈরী করে, নিজে হাতে পরিবেশন করে সকলকে খাওয়ায়। 'অতিথি দেব ভব'।