প্রাইমটাইম: জল সংকটের সমস্যাকে এড়িয়ে যাওয়া হচ্ছে কেন?

PUBLISHED ON: June 21, 2019 | Duration: 42 min, 34 sec

facebooktwitteremailkoo
loading..
সাবমার্সিবল পাম্প আমরা যেভাবেই ব্যবহার করে থাকি না কেন, তাতে আজ এই মুহূর্তে সমস্যা মিটে গেলেও, আগামীকাল নিয়ে কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়বেই। সাবমার্সিবল পাম্প জলের এমন সমস্যা নিয়ে আসছে যার ধারণা সবাই করতে পারলেও আপাতত সেই সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। এই পাম্পের কারণেই মাটির নিচের জল ফুরিয়ে আসছে ক্রমশ। যদি এমনটা না হতো তবে ২০১০ সালের ডিসেম্বরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট গুরগাঁও জেলায় বোরওয়েল স্থাপনে বাধা দিত না। তখন পিডব্লিউডি জানায় যে, যে হারে ভূগর্ভস্থ জল ভোগ করা হচ্ছে তাতে ২০৪০ সালের মধ্যে এই জেলা থেকে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে। ২০১৩ সালে কেন্দ্রীয় ভৌমজল বোর্ড সমগ্র গুরুগাঁও জেলাকে ডার্ক জোন ঘোষণা করেছিল। কারণ এখানে ভূগর্ভস্থ জল নির্দিষ্ট সীমানা থেকেও নীচে চলে গিয়েছে।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com