উত্তরপ্রদেশে অস্তিত্ব রক্ষার লড়াই বিএসপি-র

PUBLISHED ON: April 6, 2019 | Duration: 3 min, 17 sec

facebooktwitteremailkoo
loading..
বিএসপি প্রধান ও উত্তরপ্রদেশের চার বারের মুখ্যমন্ত্রী মায়াবতী ইতিমধ্যেই তার নির্বাচনী প্রচার শুরু করে করলেন তবে উত্তরপ্রদেশ থেকে নয়। কারণ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে চলছেন তারা। সেই কারণেই মহারাষ্ট্রের নাগপুর থেকে সভা করে প্রচার শুরু করছেন তিনি। মায়াবতীর বক্তব্য, এ ভাবে তিনি বিএসপি-কে উত্তরপ্রদেশের বাইরে গিয়ে একটি জাতীয় রাজনীতির বৃত্তে নিয়ে দেখতে চাইছেন। চলতি সপ্তাহে ভুবনেশ্বর থেকে নাগপুরে চারটি র‍্যালি করবেন মায়াবতী। বিরোধীদের দাবি আসলে মায়াবতী নিজেকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান। তাই এই কৌশল। মায়াবতী বলেন, ‘‘নির্বাচনের ফলাফলই সব স্পষ্ট করে দেবে। আমি চার বারের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের। ফলে আমার জনকল্যাণের বিপুল অভিজ্ঞতা রয়েছে। রাজ্যের প্যাটার্নেই আমরা দেশকে একটা ভালো সরকার দিতে পারবো।। অখিলেশ যাদব বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে আগেও অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, ফের যদি তেমন হয় আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না।’’ কিন্তু গত লোকসভা নির্বাচনে মায়াবতীর দল একটিও আসন পায়নি এবং বিধানসভায় মাত্র ১৯টি আসন পেয়েছিলো। তাই আদতে এ বার বিএসপি-র অস্তিত্ব রক্ষার লড়াই।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com