আজ থেকে শুরু হবে কুলভূষণ যাদব মামলার শুনানি

PUBLISHED ON: February 18, 2019 | Duration: 1 min, 55 sec

facebooktwitteremailkoo
loading..
আন্তর্জাতিক বিচারের আদালতে (আইসিজে) আজ থেকে কুলভূষণ যাদব মামলায় জনসাধারণের শুনানি অনুষ্ঠিত হবে। এতে ভারত ও পাকিস্তান শীর্ষ জাতিসংঘের আদালতের সামনে তাদের তর্ক-বিতর্ক উপস্থাপন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশেষ আদালত। ৪৮ বছর বয়সী কুলভূষণ যাদবকে ২০১৭ সালের এপ্রিল মাসে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানি সামরিক আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। একই বছরের মে মাসে ভারত আইসিজের কাছে মামলাটি নিয়ে যায়। ২০১৭ সালের ১৮ মে আইসিজে'র ১০ সদস্যের একটি বেঞ্চ পাকিস্তানকে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা দেয়। আইসিজে ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় জনসাধারণের শুনানির জন্য সময়সীমা নির্ধারণ করেছে।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com