ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজ ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ এবং শয্যাশায়ী ছিলেন। ১৯৯৮ এবং ২০০৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর দশকের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জর্জ ফার্নান্দেজ সমতা পার্টির প্রতিষ্ঠার আগে জনতা দলের বরিষ্ঠ নেতা ছিলেন। অতল বিহারী বাজপেয়ী সরকারের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি জর্জ ফার্নান্দেজ যোগাযোগ, শিল্প ও রেল দফতরও সামলেছেন।