Bengali | Edited by Anindita Sanyal | Sunday June 16, 2019
এক সপ্তাহ ধর্মঘট (Doctors Strike) চলার পর, তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় রাজি বলে জানালেন বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর, এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃতের পরিবারের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ধর্মঘট (Doctors Strike) শুরু করেন চিকিৎসকরা। এর আগে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা এবং সহকর্মীকে নিগ্রহে দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না করা পর্যন্ত কোনও আলোচনা নয় বলে জানিয়ে দেন চিকিৎসকরা। রবিবার বৈঠক বসেন, এনআরএসের চিকিৎসকরা, তারপরেই তাঁরা জানান, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা এই অলচলাবস্থার অবসান চাই, তবে স্বচ্ছতার জন্য এই বৈঠক রুদ্ধদ্বার হবে না, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বৈঠক হবে”। সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও উত্তর দেওয়া হয় নি।
www.ndtv.com/bengali