Bengali | Edited by Indrani Halder | Monday March 9, 2020
রবিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যু হয়েছে, এই খবরে রাজ্য জুড়ে ছড়ায় আতঙ্ক (Coronavirus Outbreak)। তবে এরই মধ্যে রাজ্যবাসীকে (West Bengal) কিছুটা আশ্বস্ত করে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, করোনা নয়, সম্ভবত ডায়াবেটিসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে খবর ছড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে পরে জানা যায়, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের (Murshidabad) ওই যুবক জিনারুল শেখ হাই সুগারে ভুগছিলেন ৷
সৌদি আরবের ওমানে এক ঠিকাদার এর তত্ত্বাবধানে একটি হাসপাতালে সাফাইকর্মীর কাজ করতেন জিনারুল। এরপরে হঠাৎ করেই ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তাঁকে ওই ঠিকাদার দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেন। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নেমে ট্রেনে করে বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে এসে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন জিনারুল। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করে নেন। জ্বর ও কাশি থাকায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ৷
শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা ৷
www.ndtv.com/bengali