This Article is From May 14, 2020

করোনাকে রুখতে কার্যকরী ভূমিকায় আয়ুর্বেদ? ৪ টি নতুন ওষুধের পরীক্ষা চলছে

Ayurveda Coronavirus: "আমি নিশ্চিত এবং যথেষ্ট আশাবাদী যে আমাদের ঐতিহ্যবাহী এই ওষধি ব্যবস্থাই করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে" আশা মন্ত্রীর

করোনাকে রুখতে কার্যকরী ভূমিকায় আয়ুর্বেদ? ৪ টি নতুন ওষুধের পরীক্ষা চলছে

Coronavirus: বিশ্ব এখনও করোনাকে এড়াতে কোনও কার্যকরী নিরাময়ের সন্ধান পায়নি

হাইলাইটস

  • দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, এখনও পর্যন্ত আক্রান্ত ৭৮,০০৩ জন
  • করোনাকে রুখতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা
  • আয়ুর্বেদেও ৪টি ওষুধ নিয়ে গবেষণা চলছে, জানালেন আয়ুষ প্রতিমন্ত্রী
নয়া দিল্লি:

দেশে জাঁকিয়ে বসেছে মারণ ভাইরাস করোনা (Coronavirus)। এবার এই কোভিড- ১৯ এর সংক্রমণ রোধে ভারত চারটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ওষুধের (Ayurveda Coronavirus) ফর্মুলা নিয়ে কাজ শুরু করেছে এবং শিগগিরই এটা কতটা কার্যকরী ফল দিচ্ছে তারও বিচার বিশ্লেষণ শুরু হবে, আশার আলো দেখিয়ে টুইট করলেন কেন্দ্রীয় আয়ুষ (AYUSH) প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক। বরাবারই ভারতে আয়ুর্বেদ, যোগ, ইউনানী, সিদ্ধা এবং হোমিওপ্যাথির চর্চা হয়ে আসছে। এবার করোনাকে রুখতে ঐতিহ্যবাহী আয়ুর্বেদেই ভরসা রাখছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। "@moayush ও @CSIR_IND এরা দেশে কোভিড- ১৯ মহামারীর বিরুদ্ধে চারটি আয়ুষ ফর্মুলেশন যাচাই করার জন্য একসঙ্গে কাজ করছে  এবং ওই গবেষণা শেষে আগামী এক সপ্তাহের মধ্যে এনিয়ে পরীক্ষা করা শুরু হবে। আপাতত যা জানা যাচ্ছে, করোনা রোগীদের জন্য একটি অ্যাড-অন থেরাপি এবং স্ট্যান্ডার্ড কেয়ার হিসাবে ওই ওষুধগুলো ব্যবহারের চেষ্টা করা হবে", টুইট করে জানান কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক।

করোনার সামান্যতম লক্ষণ দেখলেও "সেল্ফ আইসোলেশন" বাধ্যতামূলক, বলল রাজ্য সরকার

দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এর সঙ্গে যৌথভাবে দেশের আয়ুষ মন্ত্রক ঐতিহ্যবাহী ওষুধগুলো নিয়ে পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছে। সিএসআইআর হল বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক বৈচিত্র্যযুক্ত পাবলিক ফান্ডিং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা।

করোনা ভাইরাসের থেকে "হয়তো আর কখনোই সম্পূর্ণ মুক্তি" মিলবে না: হু

"আমি নিশ্চিত এবং যথেষ্ট আশাবাদী যে আমাদের ঐতিহ্যবাহী এই ওষধি ব্যবস্থাই করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে", দেশের মানুষকে আশা দেখিয়ে টুইট করেছেন আয়ুষমন্ত্রী।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্যে বিভিন্ন রকম গবেষণা চালাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এই ভাইরাসের সঙ্গে যেহেতু আগে মানব চিকিৎসা বিজ্ঞান পরিচিত ছিল না, তাই এর ভ্যাকসিন আবিষ্কার করতে হিমসিম খেতে হচ্ছে গবেষকদের। এখনও পর্যন্ত ওই ভাইরাস থেকে রেহাই মেলার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। আয়ুর্বেদেও এখনও মেলেনি কোনও দিশা, তবে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

.