This Article is From Jun 21, 2020

সাবধান! আগামি কয়েকদিনে সাইবার হানা লোপাট করতে পারে আপনার সর্বস্ব: কেন্দ্র

ncov2019@gov.in-এই সন্দেহজনক ই-মেলের মাধ্যমে আপনাকে বার্তা পাঠানো হতে পারে। রবিবার এমন টুইট করেছে, সিইআরটি-ইন

ভাইরাস আক্রমণ থেকে সফটওয়্যার বাঁচাতে আবেদন কেন্দ্রের।

নয়াদিল্লি:

ব্যক্তিগত নথি আর আর্থিক তথ্যকে ফিসিং অ্যাটাক বা সাইবার হানার (Cyber Attack) হাত থেকে বাঁচাতে উদ্যোগী কেন্দ্র। কোভিড-১৯ (Covid-19) সংক্রান্ত সরকারি নথি ডিক্লাসিফাইড করতেে এই সাইবার হানা ঘটতে পারে। 'ম্যালিসিয়াস অ্যাক্টরস'-এর ছদ্মবেশে এই অপরাধ আপনার ই-মেলে হানা দিতে পারে। এমনভাবে সতর্কতা জারি করেছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। ncov2019@gov.in-এই সন্দেহজনক ই-মেলের মাধ্যমে আপনাকে বার্তা পাঠানো হতে পারে। রবিবার এমন টুইট করেছে, সিইআরটি-ইন। ভারতীয়দের সাইবার হানার সাত থেকে বাঁচাতে ই-নথি নিরাপদ রাখতে এই সিইআরটি-ইন কাজ করে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের (IT Ministry) অধীনে এই সংস্থা। দেখুন সেই টুইট:


টুইটে ওই সংস্থা লিখেছে, "ফিসিং অ্যাটাক আদতে ভাইরাসমৃদ্ধ ই-মেল। স্থানীয় প্রশাসনের ছদ্মবেশে সরকারি কোভিড-১৯ প্রচার উদ্যোগের মোড়কে আপনার ইনবক্সে হানা দেবে। এগুলো আসলে ভুয়ো ওয়েবসাইট। এমনভাবে আপনাকে বার্তা পাঠাবে, আপনি মেলের সঙ্গে থাকা ফাইল ডাউনলোডে উদ্যোগী হবেন। এর সঙ্গেই সঙ্গেই আপনার ডিভাইস থাকা ব্যক্তিগত ও আর্থিক নথি হাতিয়ে নেবে হানদারের।" বিশেষজ্ঞরা বলছেন, "নানা প্রলোভন দেখিয়ে সাইবার হানাদারেরা আপনাকে ই-মেল বা মেসেজ খুলতে উৎসাহ জোগাবে। সাধারণ ডিয়ার রেসিপিয়েন্টস, এমন উল্লেখ করে সেই মেল আসবে। আপনি যখন বাধ্য হবে ভুয়ো সেই মেল বা মেসেজ খুলতে, সঙ্গে সঙ্গে ম্যালওয়ার হানা দিয়ে আপনার সফটওয়্যার ফ্রিজ করবে। আর হাতিয়ে নেবে সব নথি।"

.