This Article is From Jan 27, 2020

চামচাগিরি করে 'পদ্মশ্রী'! কংগ্রেস 'বুদ্ধিহীন': পাল্টা তোপে Adnan Sami

প্রজাতন্ত্র দিবসে ভারতের শ্রেষ্ঠ সম্মান পদ্ম-এর চতুর্থ পুরস্কার পেয়েছেন Adnan Sami। সোমবার তাঁকে এভাবে বিঁধলেন কংগ্রেস মুখপাত্র Jaiveer Shergill।

চামচাগিরি করে 'পদ্মশ্রী'! কংগ্রেস 'বুদ্ধিহীন': পাল্টা তোপে Adnan Sami

পদ্ম পেয়েই মুখ খুললেন আদনান!

নয়া দিল্লি:

অসমে NRC-র দাক্ষিণ্যে কর্গিল যুদ্ধের প্রবীণ সেনা Mohmmad Sannaullah বিদেশি। আর পাক বিমান সেনার ছেলে হয়েও কেবলমাত্র ভারতীয় নাগরিকত্বের জোরে তিনি সম্মানিত Padma Shri উপাধিতে? শাসকদলের চামচাগিরি করে? রবিবার, প্রজাতন্ত্র দিবসে ভারতের শ্রেষ্ঠ সম্মান পদ্ম-এর চতুর্থ পুরস্কার পেয়েছেন সুরকার-শিল্পী Adnan Sami। সোমবার তারপরেই তাঁকে এভাবে বিঁধলেন কংগ্রেস মুখপাত্র Jaiveer Shergill। প্রকৃতপক্ষে, আদনান নন, তাঁর লক্ষ্য শাসকদল, বুঝতে অসুবিধে হয়নি কারোরই। তবে পাল্টা উত্তরে শ্রী শেরগিলকে ব্যঙ্গ করেছেন সদ্য পদ্ম সম্মান পাওয়া শিল্পীও। তাঁর দাবি, বুদ্ধি অন্য জায়গায় বন্ধক রেখেছেন শেরগিল। তাঁর বুদ্ধি এবং ব্রেন দুটোই 'সেকেন্ড হ্যান্ড'! 

'পদ্ম' সম্মান বলিউডেও, সম্মানিত করণ-একতা, কঙ্গনা-আদনান সামি

তীব্র বিদ্রূপ করে সামি আরও বলেন, "আপনি তো বাচ্চাদের মতো কথা বলছেন! আপনি কি 'ক্লিয়ারেন্স সেল' বা সেকেন্ড হ্যান্ড জিনিস যেসব দোকানে বিক্রি হয় সেখান থেকে পাওয়া মস্তিষ্ক নিয়ে জন্মেছেন? নাকি আপনি আইনজীবী! আইনের স-অ-ব কিছু আপনার নখদর্পণে!" দেখে নিন সামির টুইট---

রবিবারেই আদনান সামিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার বিরোধিতা করে কংগ্রেস। টুইটে দলের পক্ষ থেকে শেরগিল বলেন, কার্গিল যুদ্ধের প্রবীণ সেনা মহম্মদ আসানুল্লাহ। যিনি আজীবন দেশের জন্য লড়েছেন। তিনি অসমে এনআরসি চালু হওয়ার পরেই কলমের এক খোঁচায় বিদেশি তকমা পেলেন! আর আদনান সামি পাক বিমান সেনার ছেলে। যাঁর বাবা আজীবন ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, তিনি ভারতীয় নাগরিকত্বের জোরে এত বড় সম্মান পেলেন! কী বলা যায় একে? কেন্দ্রের পাক তোষণ নীতি? কার্গিল যোদ্ধার দোষ কী? এটাই কি বোধহয় বিজেপি-র "নতুন ভারত?" 

'পদ্ম' পুরস্কারে এক আসনে অসম থেকে সুন্দরবন

প্রসঙ্গত, শনিবার পদ্মশ্রী পুরষ্কারের জন্য যে ১১৮ জনের নাম ঘোষণা হয়েছিল তাদের মধ্যে সামি ছিলেন অন্যতম। স্বরাষ্ট্র মন্ত্রক তালিকায় তাঁকে দেখিয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা হিসেবে। যদিও আদনানের জন্ম লন্ডনে। ২০১৬-র জানুয়ারিতে তিনি এদেশের নাগরিকত্ব পান। আদনান দেশে সিঙ্গলসে প্রথম পপ কালচার আনেন তাঁর Kabhi toh nazar milao দিয়ে। এই সিঙ্গলসে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোঁসলের মতো জীবন্ত কিংবদন্তি। 

যদিও কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং পদ্মশ্রী সম্মানিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সামিকে।টুইটে তিনি লেখেন, "সমস্ত পদ্ম পুরষ্কার প্রাপকদের অভিনন্দন। আমি খুব খুশি, পাকিস্তানে জন্মেও এদেশের নাগরিক হওয়ায় মুসলিম সঙ্গীতশিল্পীকে সম্মানিত করেছে সরকার।" এর আগে এই প্রবীণ নেতাই টুইটে নাগরিক আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন।

.