আজ মহা নবমী ,পুজো প্রায় শেষ, রাত পোহালেই দশমী, বেজে উঠবে বিচ্ছেদের সুর। প্রায় সমস্ত বাঙালিরাই এই কটা দিন মেতে ছিলেন দেবী আরাধনায়। এমনি একটা দৃশ্য দেখা যাচ্ছে বার্মিংহামে। নবারুণ হিন্দু বাঙালি কালচারাল এসোসিয়েশন-এর পুজো এটি। যা 1976 সাল থেকে শুরু হয়েছিল। এই পুজো করা হয় লক্ষ্মী-নারায়ন মন্দিরে।