স্কটিশ এসোসিয়েশন অফ বাঙ্গালী আর্টস এন্ড সংস্কৃতি হেরিটেজ ওরফে সাবাশ আয়োজিত এডিনবার্গের পুজো এবার পাঁচ বছরে পা রাখল। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন পুজো চলছে সন্ধ্যা বেলা, তবে সন্ধ্যি পুজো পঞ্জিকা মেনে সকালেই করা হল। পুজো, আরতি, চন্ডীপাঠ ছাড়াও প্রতিদিন সন্ধ্যাতে রয়েছে বিশেষ মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাথে অবশ্যই ভুরিভোজ। তবে খাওয়ার পাতে শুধু নিরামিষ নয়, দশমীতে থাকবে বিরিয়ানি। নাচ, গান, আবৃতি, নাটক, বাংলা ব্যান্ড, স্ট্যান্ড আপ কমেডিতে জমজমাট এই উৎসব। সেই সাথে ষষ্টির দিনে হয়ে গেলো চ্যারেটি ফুড ফেস্টিভ্যাল আনন্দমেলা - এর উপার্জন ম্যাকমিলান ক্যান্সার রিসার্চ প্রতিষ্ঠানে দেন করা হবে।