প্রাইমটাইম: নাথুরাম গডসেকে দেশভক্ত কেন বললেন প্রজ্ঞা ঠাকুর?

  • 32:54
  • Published On: May 16, 2019
Cinema View
Embed
ফের বিতর্কিত মন্তব্য করলেন ভোপালের বিজেপি প্রার্থী। গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসে একজন “দেশভক্ত ছিলেন, দেশভক্ত আছেন এবং থাকবেন”। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর।দক্ষিণি সুপারস্টার তথা রাজনীতিবিদ কমল হাসান বলেন, “ স্বাধীন ভারতের প্রথম চরমপন্থী ছিলেন একজন হিন্দু”। তা নিয়েই প্রশ্ন করা হলে এমনই উত্তর দেন গেরুয়া বসন পরিহিত এই ‘সন্ন্যাসিনী'। “হিন্দু সন্ত্রাস” বিতর্কে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। ২০০৮ মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত এই সন্ন্যাসিনী। সাংবাদিকদের তিনি বলেন, “নাথুরাম গডসে ছিলেন একজন দেশভক্ত, তিনি একজন দেশভক্ত আছে, এবং দেশভক্ত থাকবেন। যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন, তাঁদের লক্ষ্য করতে হবে এবং নির্বাচনে জরবস্ত জবাব দেওয়া হবে।”
Our Offerings: NDTV
  • मध्य प्रदेश
  • राजस्थान
  • इंडिया
  • मराठी
  • 24X7
Choose Your Destination