অখিলেশকে প্রয়াগরাজে যেতে বাধা দিল পুলিশ

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, লখনউ পুলিশ তাঁকে প্রয়াগরাজে যাওয়ার একটি বিশেষ বিমানে চড়তে বাধা দিয়েছে, ওই শহরে আজ বিকেলে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। লখনউ বিমানবন্দর থেকে অখিলেশের টুইট করা ছবির একটি সিরিজে দেখা যাচ্ছে বিমানের সিঁড়ির পাশে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার তাঁকে বাধা দিচ্ছেন। আরেকটি ছবিতে, একজন পুলিশ অফিসারের সঙ্গে অখিলেশকে তর্ক করতে দেখা যায়। প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় থাকায় অখিলেশ যাদবকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয়নি। এলাহাবাদ এসএসপির মুখপাত্র নীতিন তিওয়ারি এনডিটিভিকে বলেন “পুলিশের কাজ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং তা যাতে বিঘ্নিত না হয় সেটিও নিশ্চিত করা।"

Related Videos