অসমের বন্যায় মৃত ৬, ক্ষতিগ্রস্ত ৮ লক্ষেরও বেশি মানুষ

PUBLISHED ON: July 13, 2019 | Duration: 3 min, 07 sec

facebooktwitteremailkoo
loading..
লাগাতার বৃষ্টির কারণে বন্যার জলে ভাসছে অসমের ২৭ টি জেলার মধ্যে অন্তত ২১টি জেলা। উত্তর-পূর্বের ওই রাজ্যের ৮ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এই বন্যার ফলে। ফুঁসছে বিশ্বের অন্যতম বৃহত্তম ব্রহ্মপুত্র নদ, অন্য ৫টি নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গেছে।এলাকার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন এই বন্যার ফলে অসমে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহের শেষের দিকে অসমে আরও বৃষ্টি হবে, দুর্যোগের কারণে গোটা অসম জুড়েই বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, ২৭ হাজারেরও বেশি কৃষিজমি জলের তলায় চলে গেছে এবং রাজ্য জুড়ে ৬৮ টি ত্রাণ শিবিরে ৭ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com