সোমবার দুপুরের মধ্যে সাইক্লোন ফেথাই তীব্রতর হয়ে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে আছড়ে পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এই নিয়ে বছরের তৃতীয় ঘূর্ণিঝড় থেকে ক্ষতির পরিমাণ কমিয়ে আনার সমস্ত ব্যবস্থা নিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জীবন ও সম্পত্তির ক্ষতি এড়াতে সাবধানতার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্ধ্রের নয়টি উপকূলীয় জেলার সবকটিতেই সতর্কতা জারি হয়েছে, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীও প্রস্তুত রয়েছে। প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ সম্পন্ন এই ঘুর্ণিঝড়ের হাত থেকে উদ্ধারকার্য বেশ কষ্টসাধ্য হতে পারে আশঙ্কা করেই ভারতীয় নৌবাহিনী ও উপকূলীয় গার্ডকেও সাহায্যের আহ্বান জানানো হয়েছে