এবছর বর্ষার আগমনে দেরি হবে এক সপ্তাহ, তবে স্বাভাবিক বৃষ্টিরই সম্ভাবনা

  • 2:46
  • Published On: June 05, 2019
Cinema View
Embed
বর্ষার আগমনে সামান্য দেরি হবে এবার। ৬ থেকে ৭ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এদেশে প্রবেশ করবে। সাধারণত মাসের প্রথম দিনেই তার এসে পড়ার কথা। তার আগমনে সামান্য বিলম্বের কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেরিতে এলেও এবার বর্ষা স্বাভাবিকই। আবহাওয়া পর্যবেক্ষক ওয়েবসাইট এল ডোরাডোর মতে, সারা পৃথিবীর ১৫টি উষ্ণতম জায়গার ১১টিই সোমবারের হিসেবে ভারতে অবস্থিত! রাজস্থানের চুরু এই তালিকায় সবচেয়ে উপরে। সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস।
Our Offerings: NDTV
  • मध्य प्रदेश
  • राजस्थान
  • इंडिया
  • मराठी
  • 24X7
Choose Your Destination