Bengali | Edited by Indrani Halder | Saturday November 16, 2019
দূষণে যখন জেরবার দেশের রাজধানী দিল্লি, তখন রাজ্যের (West Bengal) দূষণ রুখতে আগাম পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB)। শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে কলকাতার কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় বায়ু মনিটরিং স্টেশন করা হয়েছে বায়ুর গুণগত মান পরীক্ষা করতে। ওই সূচক অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় বায়ুদূষণের মাত্রা ২০০ এবং ৩৫০ (পিএম ২.৫) এর মধ্যে ঘোরাফেরা করছিল, যা '' মাঝারি '' এবং ''খারাপ'' হিসাবে নথিভুক্ত হয়। তবে তারপরেই ঘূর্ণিঝড় বুলবুলের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়া বওয়ায় অনেকটাই কমেছে দূষণের মাত্রা।
www.ndtv.com/bengali