Bengali | Edited by Indrani Halder | Wednesday September 25, 2019
উড়ালপুল একটাই কিন্তু তাঁর জোড়া উদ্বোধন। কেন্দ্র ও রাজ্যের উদ্বোধন ঘিরে দড়ি টানাটানিতে এমন ঘটনারই সাক্ষী থাকতে চলেছেন রাজ্যবাসী (West Bengal) । বর্ধমান জংশনে (Burdwan Junction) তৈরি হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রেল উড়ালপুল। বিশাল চার লেনের কেবল-স্থিত এই উড়ালপুলটির কাজ সদ্য শেষ হয়েছে। আগে ঘোষণা করা হয় যে, আগামী ৩০ সেপ্টেম্বর বর্ধমানের এই নতুন উড়ালপুলটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই ঘোষণা করা হলেও গতকাল অর্থাৎ মঙ্গলবার এটির উদ্বোধন করে দেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর ফলে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে তৈরি হওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম উড়ালপুলটির (railway over bridge) দু'দুবার উদ্বোধন হতে চলেছে।
www.ndtv.com/bengali