'Jnu' - 98 News Result(s)
- Bengali | Edited by Biswadip Dey | Monday March 2, 2020কানহাইয়া কুমার বলেন, আমি চাই, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার। এ ব্যাপারে আদালতে সিদ্ধান্ত হোক... টিভি স্টুডিওতে বিচারসভা বসিয়ে নয়।’’
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Monday March 2, 2020২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউ-এর এক প্রতিবাদ সভা থেকে দেশদ্রোহিতার স্লোগান তোলা হয়েছিল। সেই সভার নেতৃত্বে ছিলেন তৎকালীন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার-সহ ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যে আদালত এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছিল। অবশেষে সেই অনুমতি মিলল।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Friday February 14, 2020পুলিশ তিনটি এফআইআর দায়ের করেছে। পাশাপাশি ৭০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদও করেছে তারা। কিন্তু পুলিশের বক্তব্য, তারা যথেষ্ট প্রমাণ পায়নি যার ভিত্তিতে কাউকে গ্রেফতার করা যায়।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Friday February 14, 2020গত মাসে জেএনইউ ক্যাম্পাসে হামলার (JNU Violence) ঘটনার ৪০ দিন পেরিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ইতি মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারী হামলা চালায়, ওই ঘটনায় (JNU Attack) এক ছাত্র ও এক শিক্ষকের মাথা ফেটে যায় এবং অল্পবিস্তর আহত হন আরও বেশ কয়েকজন পড়ুয়া। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, গোটা মামলায় পুলিশ (Delhi Police) খুব ধীর গতিতে তদন্ত করছে। ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে হামলাকারীদের ছবি দেখা যায় পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন স্ক্রিন শটে ওই হামলা সংক্রান্ত পরিকল্পনার আলোচনা দেখে অনুমান করা হয় যে বিশ্ববিদ্যালয়ের (JNU) ওই হামলার নেপথ্যে আছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Madhurima Dutta | Sunday February 2, 2020শাদাব জানান, “আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি এবং আপনারাও যা সঠিক তার পাশেই দাঁড়ানো উচিত। যদি প্রশাসন এখনও এ বিষয়ে ব্যবস্থা না নেয় এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় তবে আগামীকাল ওখানে আরও একজন শাদাব দাঁড়িয়ে থাকবে আর পুলিশ পদক্ষেপ করার পরিবর্তে পকেটে হাত রেখে ভিডিও রেকর্ড করেবে।”
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 28, 2020বিহারের জেহনাবাদ থেকে মঙ্গলবার গ্রেফতার করা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্র শারজিল ইমামকে। তিনি (Sharjeel Imam) দেশ বিরোধী উস্কানিমূলক বেশ কিছু কথা প্রচার করছিলেন বলে তাঁর বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল পুলিশ।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 28, 2020দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারীর তাণ্ডবের (JNU Mob Attack) ঘটনা নিয়ে এবার পরস্পরবিরুদ্ধ কথা উঠে এল। যেখানে দিল্লি পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ওই দিনের হামলার কোনও ভিডিও ফুটেজ মেলেনি, সেখানে একটি আরটিআইয়ের উত্তরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাল যে ওই দিনের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে আছে। সিসিটিভি ফুটেজ নিয়ে এই পরস্পরবিরুদ্ধ কথা আরও দ্বন্দ্ব তৈরি করে দিল মানুষের মনে। সেদিন (JNU Violence) ঠিক কী হয়েছিল, ঘুরে ফিরে এই প্রশ্নই এখন সবার মনে। জেএনইউয়ে একদল মুখোশধারী গুণ্ডার তাণ্ডবে সেদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছিলেন। লোহার রড ও হাতুড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে ওই হামলা চালায় মুখোশধারীরা।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Sunday January 26, 2020দিল্লি পুলিশও ওই পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করল। শারজিল ইমামের বিরুদ্ধে অভিযোগ শাহিনবাগ আন্দোলনের (Shaheenbagh) যোগ দিয়ে "পৃথক আসাম" রাষ্ট্রের দাবি তুলেছেন তিনি। তাঁর এই "রাষ্ট্রবিরোধী" মন্তব্য বিভেদমূলক। এমন অভিযোগ তুলে ইউএপিএ (UAPA) আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Wednesday January 15, 2020দীপিকা পাডুকোনের ভক্ত বলে নিজেকে পরিচয় দিয়েও জেএনইউয়ে অভিনেত্রীর সফরের (Deepika Padukone JNU vist) সমালোচনা করতে পিছপা হলেন না বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর ছবি "ছপাক"-এর প্রচারের ফাঁকে ওই বলিউড অভিনেত্রী (Deepika Padukone) যেভাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট গ্রুপের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অন্যদের "উপেক্ষা" করেছেন, সেটা কেউ কেউ ভালভাবে নেয়নি বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী (Babul Supriyo)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 14, 2020দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের হামলার (JNU Mob Attack) ঘটনায় নয়া মোড়। ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের উপর হওয়া ওই হামলার সম্পর্কে যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হয়েছিল, সেই সব (WhatsApp) গ্রুপের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্যে দিল্লি পুলিশকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এর আগে সোমবারই ওই আদালত (Delhi High Court) হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক এবং অ্যাপলকে জেএনইউ আলোচনা সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণের বিষয়ে নির্দেশ দেয়। জানা গেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপকের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Madhurima Dutta | Tuesday January 14, 2020রামদেব ইন্দোরে সাংবাদিকদের বলেন, “অভিনেত্রী হিসাবে দীপিকার উচিত সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে পড়াশোনা করা এবং আমাদের দেশ সম্পর্কে আরও বোঝা। এই জ্ঞান অর্জনের পরে তার উচিত বড় সিদ্ধান্ত নেওয়া।”
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Monday January 13, 2020এই বিষয়ে মন্ত্রীর এক বিবৃতি উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই বিবৃতিতে বলা: জেএনইউ-র সব পক্ষের সঙ্গে কথা বলে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। মন্ত্রকের তরফে একটা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরুতে ভূমিকা নেবে। ওই বিবৃতিতে আরও দাবি পড়ুয়াদের তরফ বলা হয়েছিল পরিষেবা ও পরিচর্যাগত ফি বৃদ্ধি পর্যালোচনা করে দেখা হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই ফি পড়ুয়াদের বহন করতে হবে না। ফলে আর পড়ুয়া আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Monday January 13, 2020কংগ্রেসনেতা রাহুল গান্ধি চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি তাঁকে চ্যালেঞ্জ করে বলেন, প্রধানমন্ত্রী যেন যে কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দেশের অর্থনীতির বিপর্যয় ও তার ফলস্বরূপ সৃষ্টি হওয়া বেকারত্বের কারণে ক্ষুব্ধ। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির উচিত বিশ্ববিদ্যালয়গুলির তরুণদের সঙ্গে কথা বলার সাহস দেখানো এবং তাদের গিয়ে বুঝিয়ে বলা কেন দেশের অর্থনীতির এই অবস্থা। তাঁর এমন করার সাহস নেই। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, তিনি দেশকে নিয়ে কী করতে চান তা দেশের মানুষদের বলতে।’’
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Monday January 13, 2020জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার (JNU Attack) অভিযোগ ওড়াল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। তাদের তরফে অভিযোগ জানানো হল বাম সংগঠনের বিরুদ্ধে। এবিভিপির দাবি, বাম ছাত্র সংগঠনই প্রতিষ্ঠানের নাম খারাপ করছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে নিধি ত্রিপাঠী বলেন, ‘‘জেএনইউয়ের পরিচিতি হওয়া উচিত তার শিক্ষাগত কার্যক্রমের জন্য। কিন্তু এটা বিখ্যাত হয়ে উঠেছে নকশাল কার্যকলাপের জন্য। আমাদের মতো পড়ুয়াদের এৱ জন্য ভুগতে হচ্ছে এবং এইসব মানুষদের জন্য আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’’ গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মুখোশধারী দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায়। আহত হন ৩৪ জন পড়ুয়া ও অধ্যাপক।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Monday January 13, 2020৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হওয়া হামলার ঘটনার আগে ওই হামলার পরিকল্পনা নিয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) নানা তথ্য আদানপ্রদান হয়, ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে দিল্লি পুলিসের। ঘটনার সিসিটিভি ফুটেজ সহ হামলা সংক্রান্ত ওই তথ্যগুলি যাতে সংরক্ষণ করা হয় তার জন্যে আদালতে (Delhi High Court ) আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার ওই হামলা সংক্রান্ত সমস্ত হোয়াটসঅ্যাপ বার্তা, প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণের জন্যে হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক (Facebook) এবং অ্যাপলকে নোটিস দিল দিল্লি হাইকোর্ট। ওই হামলার (JNU attack) ঘটনায় আদালত দিল্লি পুলিশ এবং রাজ্য সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে আদালত।
www.ndtv.com/bengali
'Jnu' - 98 News Result(s)
- Bengali | Edited by Biswadip Dey | Monday March 2, 2020কানহাইয়া কুমার বলেন, আমি চাই, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার। এ ব্যাপারে আদালতে সিদ্ধান্ত হোক... টিভি স্টুডিওতে বিচারসভা বসিয়ে নয়।’’
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Monday March 2, 2020২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউ-এর এক প্রতিবাদ সভা থেকে দেশদ্রোহিতার স্লোগান তোলা হয়েছিল। সেই সভার নেতৃত্বে ছিলেন তৎকালীন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার-সহ ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যে আদালত এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছিল। অবশেষে সেই অনুমতি মিলল।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Friday February 14, 2020পুলিশ তিনটি এফআইআর দায়ের করেছে। পাশাপাশি ৭০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদও করেছে তারা। কিন্তু পুলিশের বক্তব্য, তারা যথেষ্ট প্রমাণ পায়নি যার ভিত্তিতে কাউকে গ্রেফতার করা যায়।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Friday February 14, 2020গত মাসে জেএনইউ ক্যাম্পাসে হামলার (JNU Violence) ঘটনার ৪০ দিন পেরিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ইতি মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারী হামলা চালায়, ওই ঘটনায় (JNU Attack) এক ছাত্র ও এক শিক্ষকের মাথা ফেটে যায় এবং অল্পবিস্তর আহত হন আরও বেশ কয়েকজন পড়ুয়া। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, গোটা মামলায় পুলিশ (Delhi Police) খুব ধীর গতিতে তদন্ত করছে। ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে হামলাকারীদের ছবি দেখা যায় পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন স্ক্রিন শটে ওই হামলা সংক্রান্ত পরিকল্পনার আলোচনা দেখে অনুমান করা হয় যে বিশ্ববিদ্যালয়ের (JNU) ওই হামলার নেপথ্যে আছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Madhurima Dutta | Sunday February 2, 2020শাদাব জানান, “আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি এবং আপনারাও যা সঠিক তার পাশেই দাঁড়ানো উচিত। যদি প্রশাসন এখনও এ বিষয়ে ব্যবস্থা না নেয় এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় তবে আগামীকাল ওখানে আরও একজন শাদাব দাঁড়িয়ে থাকবে আর পুলিশ পদক্ষেপ করার পরিবর্তে পকেটে হাত রেখে ভিডিও রেকর্ড করেবে।”
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 28, 2020বিহারের জেহনাবাদ থেকে মঙ্গলবার গ্রেফতার করা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্র শারজিল ইমামকে। তিনি (Sharjeel Imam) দেশ বিরোধী উস্কানিমূলক বেশ কিছু কথা প্রচার করছিলেন বলে তাঁর বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল পুলিশ।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 28, 2020দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারীর তাণ্ডবের (JNU Mob Attack) ঘটনা নিয়ে এবার পরস্পরবিরুদ্ধ কথা উঠে এল। যেখানে দিল্লি পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ওই দিনের হামলার কোনও ভিডিও ফুটেজ মেলেনি, সেখানে একটি আরটিআইয়ের উত্তরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাল যে ওই দিনের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে আছে। সিসিটিভি ফুটেজ নিয়ে এই পরস্পরবিরুদ্ধ কথা আরও দ্বন্দ্ব তৈরি করে দিল মানুষের মনে। সেদিন (JNU Violence) ঠিক কী হয়েছিল, ঘুরে ফিরে এই প্রশ্নই এখন সবার মনে। জেএনইউয়ে একদল মুখোশধারী গুণ্ডার তাণ্ডবে সেদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছিলেন। লোহার রড ও হাতুড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে ওই হামলা চালায় মুখোশধারীরা।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Sunday January 26, 2020দিল্লি পুলিশও ওই পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করল। শারজিল ইমামের বিরুদ্ধে অভিযোগ শাহিনবাগ আন্দোলনের (Shaheenbagh) যোগ দিয়ে "পৃথক আসাম" রাষ্ট্রের দাবি তুলেছেন তিনি। তাঁর এই "রাষ্ট্রবিরোধী" মন্তব্য বিভেদমূলক। এমন অভিযোগ তুলে ইউএপিএ (UAPA) আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Wednesday January 15, 2020দীপিকা পাডুকোনের ভক্ত বলে নিজেকে পরিচয় দিয়েও জেএনইউয়ে অভিনেত্রীর সফরের (Deepika Padukone JNU vist) সমালোচনা করতে পিছপা হলেন না বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর ছবি "ছপাক"-এর প্রচারের ফাঁকে ওই বলিউড অভিনেত্রী (Deepika Padukone) যেভাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট গ্রুপের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অন্যদের "উপেক্ষা" করেছেন, সেটা কেউ কেউ ভালভাবে নেয়নি বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী (Babul Supriyo)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Tuesday January 14, 2020দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের হামলার (JNU Mob Attack) ঘটনায় নয়া মোড়। ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের উপর হওয়া ওই হামলার সম্পর্কে যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হয়েছিল, সেই সব (WhatsApp) গ্রুপের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্যে দিল্লি পুলিশকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এর আগে সোমবারই ওই আদালত (Delhi High Court) হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক এবং অ্যাপলকে জেএনইউ আলোচনা সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণের বিষয়ে নির্দেশ দেয়। জানা গেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপকের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Madhurima Dutta | Tuesday January 14, 2020রামদেব ইন্দোরে সাংবাদিকদের বলেন, “অভিনেত্রী হিসাবে দীপিকার উচিত সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে পড়াশোনা করা এবং আমাদের দেশ সম্পর্কে আরও বোঝা। এই জ্ঞান অর্জনের পরে তার উচিত বড় সিদ্ধান্ত নেওয়া।”
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Monday January 13, 2020এই বিষয়ে মন্ত্রীর এক বিবৃতি উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই বিবৃতিতে বলা: জেএনইউ-র সব পক্ষের সঙ্গে কথা বলে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। মন্ত্রকের তরফে একটা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরুতে ভূমিকা নেবে। ওই বিবৃতিতে আরও দাবি পড়ুয়াদের তরফ বলা হয়েছিল পরিষেবা ও পরিচর্যাগত ফি বৃদ্ধি পর্যালোচনা করে দেখা হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই ফি পড়ুয়াদের বহন করতে হবে না। ফলে আর পড়ুয়া আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Monday January 13, 2020কংগ্রেসনেতা রাহুল গান্ধি চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি তাঁকে চ্যালেঞ্জ করে বলেন, প্রধানমন্ত্রী যেন যে কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দেশের অর্থনীতির বিপর্যয় ও তার ফলস্বরূপ সৃষ্টি হওয়া বেকারত্বের কারণে ক্ষুব্ধ। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির উচিত বিশ্ববিদ্যালয়গুলির তরুণদের সঙ্গে কথা বলার সাহস দেখানো এবং তাদের গিয়ে বুঝিয়ে বলা কেন দেশের অর্থনীতির এই অবস্থা। তাঁর এমন করার সাহস নেই। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, তিনি দেশকে নিয়ে কী করতে চান তা দেশের মানুষদের বলতে।’’
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Monday January 13, 2020জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার (JNU Attack) অভিযোগ ওড়াল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। তাদের তরফে অভিযোগ জানানো হল বাম সংগঠনের বিরুদ্ধে। এবিভিপির দাবি, বাম ছাত্র সংগঠনই প্রতিষ্ঠানের নাম খারাপ করছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে নিধি ত্রিপাঠী বলেন, ‘‘জেএনইউয়ের পরিচিতি হওয়া উচিত তার শিক্ষাগত কার্যক্রমের জন্য। কিন্তু এটা বিখ্যাত হয়ে উঠেছে নকশাল কার্যকলাপের জন্য। আমাদের মতো পড়ুয়াদের এৱ জন্য ভুগতে হচ্ছে এবং এইসব মানুষদের জন্য আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’’ গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মুখোশধারী দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায়। আহত হন ৩৪ জন পড়ুয়া ও অধ্যাপক।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Monday January 13, 2020৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হওয়া হামলার ঘটনার আগে ওই হামলার পরিকল্পনা নিয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) নানা তথ্য আদানপ্রদান হয়, ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে দিল্লি পুলিসের। ঘটনার সিসিটিভি ফুটেজ সহ হামলা সংক্রান্ত ওই তথ্যগুলি যাতে সংরক্ষণ করা হয় তার জন্যে আদালতে (Delhi High Court ) আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার ওই হামলা সংক্রান্ত সমস্ত হোয়াটসঅ্যাপ বার্তা, প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণের জন্যে হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক (Facebook) এবং অ্যাপলকে নোটিস দিল দিল্লি হাইকোর্ট। ওই হামলার (JNU attack) ঘটনায় আদালত দিল্লি পুলিশ এবং রাজ্য সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে আদালত।
www.ndtv.com/bengali