Bengali | Edited by Indrani Halder | Monday April 13, 2020
করোনা (Coronavirus) পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিও (Ordnance Factory Board)। এমনিতে ভারতীয় সেনাবাহিনীর জন্যে ইউনিফর্ম, জ্যাকেট, তাঁবু, অস্ত্র ও গোলাবারুদ প্রস্তুত করে থাকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (OFB)। কিন্তু এবার করোনা আক্রান্তদের (COVID- 19) চিকিৎসারত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্যে একটি বিশেষ পোশাক তৈরি করল তারা। সংস্থার দাবি তাদের তৈরি ওই নতুন পোশাক পরে চিকিৎসা করতে গেলে কোনও অবস্থাতেই করোনা ভাইরাস শরীরের সংস্পর্শে আসতে পারবে না। তবে এই পোশাকটি "ইউজ অ্যান্ড থ্রো" গোছের, একে কেবল একবারই ব্যবহার করা যেতে পারে।
www.ndtv.com/bengali