Bengali | Press Trust of India | Thursday April 11, 2019
Lok Sabha elections 2019: আগামীকাল শুরু হচ্ছে গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব (Lok Sabha elections 2019)। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট এই প্রথম দফার ভোটগ্রহণ। আলিপুরদুয়ার এবং কোচবিহার। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হল এই দুই লোকসভা কেন্দ্রের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী। এছাড়া, এই দুই কেন্দ্রে অস্তিত্বের লড়াই বামফ্রন্ট এবং কংগ্রেসের। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী লড়াই করবেন কোচবিহার (Cooch Behar) থেকে এবং বাম সমর্থিত আরএসপি প্রার্থী লড়াই করবেন আলিপুদুয়ার (Alipurduar) থেকে। উত্তরবঙ্গের এই দুই কেন্দ্রের ভোটের মূল ইস্যুগুলি হল দুর্নীতি, সাম্প্রদায়িকতা, এনআরসি, চিটফান্ড কেলেঙ্কারী, উন্নয়ন, নিরাপত্তা এবং চা বাগানের শ্রমিকদের উন্নতি। যে ইস্যুগুলোর কথা আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গ কেন্দ্রে জনসভা করতে এসে বারবার বলে গিয়েছেন বিভিন্ন দলের নেতা ও নেত্রীরা।
www.ndtv.com/bengali