গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু সহ ছয় জনের। এর মধ্যে এক শিশু সহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য শিশুর মৃত্যু হয় হাসপাতালে।
আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁরা আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই গা ঢাকা দিয়েছে ট্রাক চালক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান দাঁড়িয়ে থাকা গাড়িতে পেছন থেকে এসে ধাক্কা মারে ট্রাক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সে কোথাও লুকিয়ে থাকতে পারে তা জানার চেষ্টা হচ্ছে। একটি সূত্রে খবর আহত নিহতরা সকলেই শিলিগুড়ি যাচ্ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই ঘটে গেল এমন একটা র্মান্তিক দুর্ঘটনা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
পশ্চিমবঙ্গের খবর, কলকাতার খবর, আর রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড আর ক্রিকেটের সকল বাংলা শিরোনাম পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube