আজ মহালয়া। হিন্দু ধর্মের প্রাচীন প্রথা অনুসারে আজ পূর্বপুরুষদের জল দানের দিন। কথায় বলে আজকের দিনেই পূর্বজদের উদ্দেশ্যে জলদান করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এই কামনার সাথে সাথেই বেজে ওঠে মাতৃ আরাধনার সুর। চলে এসেছে আগমনীর বার্তা। কথিত আছে মা এবার তাঁর চার সন্তানের হাত ধরে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।