ছোটবেলার অনেক মুহূর্ত আজ মাঝের আমাদের মনে পড়ে ক্ষনে ক্ষনে। আর সেই ভাবনাকেই নতুন রূপ প্রদান করলো ভবানীপুরের ৭৫ পল্লী। ৫৪ বছরে পা রাখা এই পূজার উদ্যোক্তারা এই বছরও মানুষের মনে জায়গা করে নেওয়ার লক্ষ্যে দিবারাত্র পরিশ্রম করে চলেছেন। আর কিভাবে এই এখন শেষ মুহূর্তের কাজ চলছে সেটাই দেখুন।