হিন্দি চাপিয়ে দেওয়া বিতর্কে সুর নরম কেন্দ্রের

PUBLISHED ON: June 3, 2019 | Duration: 3 min, 28 sec

facebooktwitteremailkoo
loading..
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্য। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিরোধিতা ক্রমশ সংগঠিত আকার নিতে শুরু করেছে। প্রস্তাবিত শিক্ষানীতিতে হিন্দিকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে বলে খবর। এমতাবস্থায় রবিবার রণে ভঙ্গ দিল সরকার।জানান হল কোনও রাজ্যের উপরেই হিন্দি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। তামিলনাড়ুর বাসিন্দা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে টুইট করেন। দুজনেই বলেন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হবে না। শিক্ষা নীতি কার্যকর করার আগে বিচার বিবেচনা করবে সরকার। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও একই কথা বলেন। তিনি বলেন, ‘শিক্ষা নীতি নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে চর্চা এবং বিবেচনা করুন।'

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com