কলকাতার গাড়ি দুর্ঘটনায় নয়া মোড়, গাড়ি চালাচ্ছিলেন বিরিয়ানির দোকানের মালিকের বড় ছেলে

কলকাতায় গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশি নাগরিককের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। দুর্ঘটনার ৪দিন পর জানা গেছে, দুর্ঘটনায় অভিযুক্ত হিসাবে যাঁকে গ্রেফতার করা হয়েছে, সেদিন ওই জাগুয়ার গাড়িটি তিনি নয়, চালাচ্ছিলেন তাঁর বড় ভাই। কলকাতা পুলিশ বুধবার জাগুয়ারের সঙ্গে মার্সিডিজের ধাক্কার অভিযোগে, এবং দুই বাংলাদেশি নাগরিককে হত্যা ও তিনজনকে আহত করার অভিযোগে অভিযুক্ত আরসালান পারভেজের বড় ভাই রঘিব পারভেজকে গ্রেফতার করেছে। ওই ভাই দুজন কলকাতার অন্যতম সম্ভ্রান্ত পরিবারে যারা জনপ্রিয় বিরিয়ানি চেইন আরসালান চালায়। ২১ বছর বয়সী ছোট ভাই আরসালান পারভেজ পুলিশের সামনে আত্মসমর্পণ করে দাবি করেন যে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। পরে জানা যায় বড় ভাইকে বাঁচাতে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন পারভেজ।

Related Videos