পুজোয় নতুন সিনেমা কিশোর কুমার জুনিয়ার। সেই সিনেমার কলাকুশলীদের সঙ্গেই ফেসবুক লাইভ আড্ডায় এনডিটিভি বাংলা। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই সিনেমার দুই মূল চরিত্রাভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। পুজোর সিনেমার প্রতি বাঙালির একটা টান বরাবরের। আর প্রসেনজিতের সিনেমা বাংলার সব প্রান্তেই সব মানুষের জন্য এখনও চরম অপেক্ষার উৎস।