বাংলা সিনেমা 'পিয়া রে' রিলিজের আগে আমাদের মুখোমুখি হন অভিনেতা, অভিনেত্রী ও ছবির পরিচালক অভিমন্যু মুখার্জি। ছবিতে বসতির মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। লি়ড রোলে শ্রাবন্তীর বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। ১০ অগাস্ট মুক্তি পেয়েছে পিয়া রে। শ্রাবন্তী-সোহমের অনলাইন কেমেস্ট্রি কেমন তা জানতে হলে আপনাকে দেখতে হবে ছবিটি।