চেতলা অগ্রণী ক্লাব এবছর পা রাখল তাঁদের উত্তর সুবর্ণজয়ন্তী বর্ষে। এবছর তাঁদের থিম “ বিসর্জন”। এই বছর তাঁদের নিবেদন হল দেবী বিসর্জার প্রদর্শন। এখানে এসে আপনি দেবীর সামনে নিজেকে বিসর্জিত করতে পারবেন। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন ।