Bengali | Edited by Sumana Chakraborty and Biren Bhattacharya | Friday December 20, 2019
সারা ভারত জুড়ে চলছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ। বিক্ষোভের মুখে পরে পুলিশের গুলিতে নিহত ৩, আহত বহু মানুষ। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন ১০ রাজ্যের মানুষ, উত্তরপ্রদেশ, কর্নাটকের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশ, দিল্লি কার্যতর অবরুদ্ধ। প্রায় সমস্ত রাজ্যে বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক এবং মধ্য প্রদেশে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, এমনটাই দাবি করা হয়েছে। মেঙ্গালুরুতে,কারফিউ ঘোষণা করা হয়েছে, সেখানে পুলিশের গুলিতে দুজন মারা যান এবং বিক্ষোভের দাপটে আহত ২০ জন পুলিশ কর্মী। লখনউতে মৃতের সংখ্যা ১ এবং আরও তিনজন আহত। দিল্লিতে, বড় জমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাস্তায় নেমে আসেন বহু বিক্ষোভকারী, যার জেরে বহু বিরোধী নেতাকে সাময়িকভাবে আটক করা হয়। দিল্লি-হরিয়ানা সীমানাও বন্ধ করে দেওয়া হয়, ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি উড়ান পরিষেবাও ব্যাহত হয়। বেঙ্গালুরুতে ঐতিহাসিক রামচন্দ্র গুহ সহ ১০০-এর বেশী জনকে আটক করা হয়, একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময়েই তাঁকে আটক করে পুলিশ। লখনউ এবং আহমেদাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
www.ndtv.com/bengali