Bengali | NDTV | Saturday September 29, 2018
Asia Cup Final Highlights: জয়ের জন্য 223 রান তাড়া করতে নেমে রোহিত শর্মা- শিখর ধাওয়ান ভালই শুরু করেছিলেন। কিন্তু 4.4 ওভারে 35 রানের ওপেনিং পার্টনারশিপ করে ধাওয়ান (15) আউট হন নাজমুল ইসলামের বলে। তিনে নেমে রায়াডু (2) ব্যর্থ হন। হাফ সেঞ্চুরির মুখে আউট হন অধিনায়ক রোহিত শর্মা (48)। রোহিতের আউটের পর ধোনি- দীনেশ কার্তিক ভালই খেলছিলেন, কিন্তু যখন মনে হচ্ছিল ম্যাচ ভারতের থেকে ঢলিয়ে পড়ছে তখনই কার্তিক (37) আউট। অন্য প্রান্তে তখন ধোনি ঠুকঠুক করে চলেছেন। কেদার যাদব নামার পর ভারতের রানের গতি আসে, কিন্তু ধোনি যখন সবে খোলস ছেড়ে বেরোচ্ছেন তখনই আউট। এরপর কেদারের চোট। বাকিটা নাটকীয় এক ম্যাচ। শেষ অবধি ভারতের জয়। টুর্নামেন্টের সেরা দল হয়েই চ্যাম্পিয়ন ভারত। বারবার তিববার রানার্স হয়ে মোতার্জা-মুশফিকুরা আফশোস করতে পারেন..ইস একটুর জন্য।
www.ndtv.com/bengali