Bengali | NDTV | Thursday March 7, 2019
রাফাল চুক্তি (Rafale deal) সংক্রান্ত নথিপত্র চুরি হয়ে গিয়েছে বলে যে দাবি বুধবার করেছে কেন্দ্র, তা একেবারে নতুন অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেস (Congress)-এর হাতে। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'গায়ব হো গয়া' (হাওয়া হয়ে গিয়েছে) (Gayab Ho Gaya) হল সরকারের নতুন 'ট্যাগলাইন'। তিনি বলেন এই শব্দগুলো অনেক কিছুর জন্যই ব্যবহার করা যেতে পারে। যেমন- যুবদের জন্য চাকরি, কৃষকদের পণ্যের ন্যাযামূল্য, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, কৃষক বীমা, নোটবাতিল ও ডোকালাম পর্বের পর কালো টাকা। গতকালই কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছিল যে, প্রতিরক্ষ মন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে রাফাল চুক্তি (Rafale deal) সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ও শ্রেণিবদ্ধ নথিপত্র।
www.ndtv.com/bengali