Bengali | Edited by Indrani Halder | Friday May 1, 2020
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা (Coronavirus In America)। দিনের পর দিন অসংখ্য মানুষের প্রাণ কাড়ছে ওই মারণ রোগ (Coronavirus)। দুনিয়া জুড়ে মহামারীর আকার নিয়েছে এই COVID- 19। তবে কোনও দেশ যদি এই ভাইরাসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় তা হল আমেরিকা। এখনও পর্যন্ত সেদেশে ১০ লক্ষেরও বেশি মানুষ করোনা রোগে সংক্রমিত হয়েছেন এবং প্রায় ৬১ হাজার মানুষের প্রাণ কেড়েছে রাক্ষুসে ভাইরাসটি। খুব স্বাভাবিকভাবেই মার্কিন মুলুকের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্যে তিনি বারেবারেই চিনকে দায়ী করেছেন।
www.ndtv.com/bengali