Bengali | Edited by Biswadip Dey, Indrani Halder, Joydeep Sen | Thursday March 5, 2020
ভারতেও এবার লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। জানা গেছে, ওই রোগী দিল্লির বাসিন্দা। এর আগে গুরগাঁওয়ের এক পেটিএম কর্মীর শরীরেও মেলে করোনা ভাইরাসের প্রমাণ, ফলে ওই ই-ওয়ালেট সংস্থার ওই কার্যালয়টি আপাতত বন্ধ রাখার জন্যে চাপসৃষ্টি করা হচ্ছে বলে খবর। এই নিয়ে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জন। বুধবারই সরকারি তরফে নিশ্চিত করে জানানো হয় যে, ভারতে বেড়াতে আসা ১৬ জন ইতালিয় পর্যটক এবং তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় চালকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে। জানা গেছে, গত মাসেই ইতালি থেকে ২৩ জনের পর্যটক দলটি রাজস্থান ভ্রমণে এসেছিল। সব মিলিয়ে গত তিন দিনের হিসেব ধরলে দেশে ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, বিদেশ থেকে আসা সমস্ত বিমানের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ লক্ষাধিক যাত্রীর প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৬০টি দেশে সেটি ছড়িয়ে পড়ার কথা জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ৩,০০০ জনেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০,০০০।
www.ndtv.com/bengali