হেভিওয়েটস 2019

 
এইবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং ইউপিএ-র সোনিয়া গান্ধী হলেন নজরকাড়া ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এই বছরও তিনি একই জায়গা থেকে পুনরায় দাঁড়িয়েছেন।তাঁর প্রতিপক্ষ হিসাবে দেখা যাচ্ছে কংগ্রেসের অজয় রাই এবং মহাজোটের প্রার্থী শালিনী যাদবকে। এই বছর কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বিজেপির সাথে লড়াই করার জন্য দুটি নির্বাচন ক্ষেত্র থেকে মনোনয়ন পত্র জমা করেছিলেন। ২০০৪ সাল থেকে তিনি আমেঠির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। এই বছরে আমেঠিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই প্রথমবার দক্ষিণ ভারত থেকে মনোনয় পত্র জমা করেছেন রাহুল গান্ধী , দক্ষিণ ভারতের ওয়ানড থেকে তিনি এই বছর ভোটে দাঁড়িয়েছেন। তাঁর মা সোনিয়া গান্ধী এবারেও উত্তর প্রদেশের রায়বেরেলি থেকে ভোটে দাঁড়িয়েছেন।২০০৪ সাল থেকে এই আসনে জয়লাভ করছেন তিনি।বিজেপি সভাপতি অমিত শাহ এই বছর গুজরাটের গান্ধী নগর থেকে ভোটে দাঁড়িয়েছেন। এই বছর লালকৃষ্ণ আদবানীর জায়গায় তাঁকে দাঁড় করিয়েছে দল। তিনি বয়ঃজ্যেষ্ঠ হওয়ার জন্য বর্তমান সরকারে থাকা দল তাঁকে ভোটে দাঁড়াতে দেয়নি, যার ফলে বিরোধীরা যথেষ্ঠ সমালোচনা করেছে এই ঘটনার। লখনৌ থেকে ভোটে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ।অভিনেতা শত্রুঘ্ন সিনহার স্ত্রী এবং মহাজোটের সদস্য পুনম সিনহা ভোটে দাঁড়িয়েছেন তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে কংগ্রেস থেকে মনোনয় পত্র জমা করেছেন আচার্য প্রমদ কৃষ্ণা।২০১৪ সালে রাজনাথ সিংহ ৫৬১১৯৬ ভোটে জয়লাভ করেছিলেন। এই বছরে নজরকাড়া প্রার্থীদের মধ্যে আছেন অভিনেত্রী উর্মিলা এবং অভিনেতা সানি দেওল। মুম্বই উত্তর থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন উর্মিলা, তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি-র গোপাল শেট্টি।পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সানি দেওল, তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেস প্রধান সুনীল জাখার। এপ্রিল ১১ থেকে ১৯ মে পর্যন্ত চলেছে সাত দফা লোকসভা নির্বাচন।
................... Advertisement ...................
................... Advertisement ...................
Listen to the latest songs, only on JioSaavn.com