প্রাইমটাইম: সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রজীবন ঠিক কেমন?

  • 34:13
  • Published On: May 09, 2019
Cinema View
Embed
রেললাইনের ঠিক ওধারেই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। আর এপারে বসবাস ছাত্রদের। শুধু এলাহাবাদ থেকে নয়, সারাদেশের নানা অঞ্চল থেকে শুধু সরকারি চাকরির পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিতে আসেন সাধারণ বাড়ির ছাত্ররা। একটা মেসবাড়ির একটা ঘরে একসঙ্গে থাকেন বহু ছাত্র। রোজ কেবল ঘণ্টার পর ঘণ্টা সরকারি চাকরির প্রস্তুতি নেন। এদের অনেকের পরিবারেই হয়ত কেউ এর আগে সরকারি চাকরির মুখ দেখেননি। কারও আবার পরিবারের থেকেই সরকারি চাকরির অনুপ্রেরণা। কিন্তু এই দেশে সরকারি চাকরির অবস্থান ঠিক কেমন? ছাত্ররা জানাচ্ছেন, বহু পরীক্ষায় তারা বসেছেন, যাদের মধ্যে অনেকগুলিতেই কোনও না কোনও অভিযোগের জন্য আদালত স্থগিতাদেশ জারি করেছে বা আদালতে মামলা চলছে। আর অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের বয়স বেড়ে যাচ্ছে কেবল।
Our Offerings: NDTV
  • मध्य प्रदेश
  • राजस्थान
  • इंडिया
  • मराठी
  • 24X7
Choose Your Destination