ভারতের ৪০ জন সৈন্য নিহত হওয়ার দুই দিন পর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে সারা বিশ্বকে এক হতে হবে। নিরাপত্তা বাহিনী ভারতের জন্য যা করবে, ভারত সাড়া দেবে। বাকি বিশ্বকে পাকিস্তান ও চীন উভয়ের বিরুদ্ধে নোট এবং কাজ করতে হবে। গতকাল এই হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, তাঁরা খুব বড় ভুল করল এবং তাঁদের ভারী মূল্য দিতে হবে এর জন্য। পাকিস্তানের সন্ত্রাসবাদী দল জইশ-ই-মোহাম্মদের দ্বারা এই হামলায় নিহত সৈন্যদের লাশ গতকাল সুপার হার্কুলিস বিমানে দিল্লিতে আনা হয়। শনিবার তাঁদের দেহ নিজের নিজের বাড়িতে পাঠানো হবে।